টেরিটি বাজারের কাছে কাঠের বাক্সের গুদামে আগুন, ঘিঞ্জি অঞ্চলে ছড়াল আতঙ্ক

মধ্য কলকাতায় ঘিঞ্চি অঞ্চলে সবসময়ই আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে। অতীতে অনেকবার মধ্য কলকাতায় আগুন লেগে গিয়েছে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখা গেল।

মধ্য কলকাতার অন্যতম ঘিঞ্জি অঞ্চল টেরিটি বাজারের কাছে এজরা স্ট্রিটে হঠাৎ এক কাঠের বাক্সের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। বুধবার রাত আটটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাঠের বাক্সের গুদামের আগুন আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার পর শুরুতে কারও নজরে আসেনি। বেশ কিছুক্ষণ পর আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। এরপর দমকলে খবর দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

আগুনে ছড়াল আতঙ্ক

Latest Videos

ব্যবসায়ীরা জানিয়েছেন, যে কাঠের বাক্সের গুদাম থেকে আশেপাশের দোকানে আগুন ছড়ায়, তার পাশেই বিদ্যুতের তারের গুদাম রয়েছে। সেখানে অনেক দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

ঘিঞ্জি অঞ্চলে দুর্ঘটনা

এজরা স্ট্রিট, পোদ্দার কোর্ট, টেরিটি বাজার অঞ্চলে সারা বছরই ভিড় লেগে থাকে। কালীপুজোর আগে এই অঞ্চলে বিভিন্ন ধরনের আলোকবাতি বিক্রি হয়। ফলে এই সময় ভিড় একটু বেশি হয়। বুধবারও বহু মানুষের ভিড় ছিল। এরই মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়। ঘিঞ্জি অঞ্চল হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন দমকল কর্মীরা। যেখানে আগুন লেগেছে, তার পাশেই বহুতল রয়েছে। আগুন যাতে সেই বহুতলে না ছড়িয়ে পড়ে, তারই চেষ্টা চালাচ্ছে দমকল। বউবাজার থানার পুলিশকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ আগুন! ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত ১, চলছে উদ্ধারকাজ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভয়ানক আগুনেও অক্ষত মা কালীর মূর্তি, মায়ের মহিমা দেখে চমক পেলেন সকলে, ভাইরাল ভিডিও

অল্পের জন্য রক্ষা পেল ১৯০ জন বিমানযাত্রী, অবতরণের সময় বিমানের নীচে আগুন এবং ধোঁয়া

Share this article
click me!

Latest Videos

‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ Trinamool-কে সরাসরি আক্রমণ Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
‘Bangladesh-এর এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari