ফের বেফাঁস ফিরহাদ! ‘উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই!’ মালদহ সীমান্ত কাণ্ডে বিস্ফোরক মন্তব্য

Published : Jan 10, 2025, 03:03 PM IST
dana effect Pumps have been run to remove accumulated water in Kolkata  Firhad Hakim bsm

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করার সময় এক সাংবাদিক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করেন।

ফের অনুপ্রবেশের ইস্যু মাথা চাড়া দিয়ে উঠলো প্রশাসনের কাছে। আর এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল BSF এবং BGB এর সীমান্তে সংঘর্ষের এক ভিডিও। যা নিয়ে এবার ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করার সময় এক সাংবাদিক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করেন। ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হয় যে মালদায় BSF বেড়া দিতে গেলে BGB বাঁধা দিয়েছিল। সীমান্তে গণ্ডগোল এর আগে দেখা যায়নি। এই নিয়ে তাঁর কী মতামত। সেই প্রসঙ্গে এবার ফিরহাদ জানান, ‘‘সীমান্তবর্তী এলাকা থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে। কিন্তু এটা সঠিক নয়। দেশের নিরাপত্তা সবার আগে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভেদাভেদ তৈরি করা হচ্ছে। কিন্তু এতে আখেরে দেশেরই বিপদ বাড়বে ”

এছাড়াও ফিরহাদ হাকিম আরও বলেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। BSF এর এই সব বিষয় নজর রাখা উচিত। অমিত শাহকে বলা উচিত আরও কঠোর হওয়ার জন্য।” পাশাপাশি তিনি আরও বলেন যে “বাংলাদেশ এখন দুর্বৃত্তদের দেশ। ওপারের কোনো প্রভাব যাতে এখানে না পড়ে সেটা নজরে রাখতে হবে। আমি এখানে কমিউনালাইজ করব, এখানে বিভাজনের রাজনীতি করার জন্য BSF কে বললাম চুপ করে থাকো। এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে।”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল মালদা সীমান্তে বেড়া দিতে গিয়ে BGB এর বাধার মুখে পড়ে BSF। তখন BSF এর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা। এবং তাঁদের তরফ থেকে ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শোনা গিয়েছিল। যা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছিল। আর এই পরিস্থিতিতে এই ভিডিও সংক্রান্ত বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের