বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসী ডাকাতি। ফের একবার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। গত কয়েকদিনে একাধিকবার সোনার দোকানে হচ্ছে ডাকাতি। এবার একই ঘটনা ধরা পড়ল বজবজে। দুপুরে বাইকে চড়ে ৩ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হানা।
বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসী ডাকাতি। ফের একবার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। গত কয়েকদিনে একাধিকবার সোনার দোকানে হচ্ছে ডাকাতি। এবার একই ঘটনা ধরা পড়ল বজবজে। দুপুরে বাইকে চড়ে ৩ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হানা। গয়না দেখার অছিলায় ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালায় লুঠপাঠ।