সন্দীপ ঘোষের ছত্রছায় আরজি করের মর্গে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার, ফাঁস করলেন এক গ্রুপ ডি কর্মী

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের নির্দেশে সর্বত্রই কোনও কোনও বেআইনি কাজ-কারবার চলত। তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে সন্দীপের কুকীর্তি। এবার মুখ খুললেন এক চতুর্থ শ্রেণীর কর্মী।

 

Saborni Mitra | Published : Sep 21, 2024 2:36 PM IST

110
আরজি করে ঘুঘুর বাসা

আরজি করাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতি। মর্গ থেকে ক্যান্টিন সর্বত্রই ছিল দুর্নীতির আখড়া।

210
নেতৃত্বে সন্দীপ ঘোষ

জুনিয়র ডাক্তার থেকে শুরু করে হাসপাতালের ডাক্তার,স্বাস্থ্য কর্মী সকলেই অভিযোগের তীর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে

310
মর্গের দুর্নীতি

এবার প্রকাশ্যে এল মর্গের দুর্নীতি। যদিও প্রথম থেকেই অভিযোগ উঠেছিল মর্গে কীভাবে বেআইনি কাজকারবার চলত। তবে এবার এই বিষয়ে মুখ খুলনেন এক চতুর্থ শ্রেণীর কর্মী।

410
গ্রুপ ডি কর্মীর অভিযোগ

সন্দীপ ঘোষের নির্দেশ মানেননি। আর তোলাবাজির ১০ হাজার টাকা দিতে চাননি। সেই কারণে মর্গ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

510
মৌখিক অর্ডার

গ্রুপ ডি কর্মীর অভিযোগ সন্দীপ ঘোষ ও তার শাগরেদরা গ্রুড ডি কর্মী মনোজ মল্লিক নামের ওই গ্রুপ ডি কর্মীকে সরিয়ে দেয় কোনও লিখিত অর্ডার ছাড়াই। বর্তমানে সে অ্যানাটমি বিভাগের কর্মী।

610
আগে ছিলেন

মনোজ মল্লিক জানিয়েছেন আগে তিনি ফরেন্সিক বিভাগে কর্মরত ছিলেন। সেই ফরেন্সিক বিভাগের অরচুয়ারি ডোম পদে ছিলেন।

710
মর্গের দুর্নীতি

মনোজ মল্লিক জানিয়েছেন মর্গের বিশাল অঙ্কের টাকা লেনদেন হত। তার বখরা পেতেন সন্দীপ।

810
মর্গের দুর্নীতি

ময়নাতদন্তের রিপোর্টের নামে টাকা তোলা হত। মৃতের বাড়ির লোককে ডেকে দেহ সেলাই করে দেওয়ার জন্যও টাকা চাওয়া হত।

910
মৃতদেহ পাচার

যদিও আগেই সন্দীপের বিরুদ্ধে আরজি কর হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ পাচারের অভিযোগ উঠেছিল।

1010
আরও দুর্নীতি

সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। খারাপ ওষুধ দেওয়া থেকে শুরু করে হাসপাতালের সামগ্রী কেনায় গরমিল ও বায়োমোডিক্যাল বর্জ্য দুর্নীতির অভিযোগও রয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos