ট্রাম রক্ষার জন্য কী করতে হবে, তা ঠিক করতে আগের শুনানিতেই কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করেছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কলকাতার কোনও ট্রামলাইন বন্ধ করা যাবে না।
কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে ভাগ্য এবার সুপ্রিম কোর্টে। আপাতত ট্রামলাইন মামলার শুনানি স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মামলা আপাতত শুনানির তালিকা থেকে বাদ রাখা হল। আগামী ২৫ মার্চ এই মামলার অবস্থান শুনবে আদালত। তারপরই পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালত এই মামলায় কী জানায় তা শোনার পরই পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।
ট্রাম রক্ষার জন্য কী করতে হবে, তা ঠিক করতে আগের শুনানিতেই কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করেছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কলকাতার কোনও ট্রামলাইন বন্ধ করা যাবে না। হাইকোর্টের তৈরি করা কমিটিকেও এই বিষয় পরীক্ষা করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত সড়ক পথ থেকে ট্রাম লাইন তোলার কাজ করা যাবে না। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তাই ট্রামলাইন সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই সুপ্রিম নির্দেশ না পাওয়া পর্যন্ত মামলা স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট।
আগেও এই মামলায় কলকাতায় ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। বলা হয়েছিল, ট্রামলাইন বুজিয়ে ফেলার ছবি-সহ বিস্তারিত রিপোর্ট রাজ্যকে জমা করতে হবে আদালতে। এর পর পুলিশ, পরিবহণ বিশেষজ্ঞ, কলকাতা পুরসভা, রাজ্য পরিবহণ নিগম-সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছিল উচ্চ আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ট্রাম সংরক্ষণের বিষয়ে পর্যালোচনা করে দেখবে ওই কমিটি। এরই মধ্যে আবার ওই মামলার শুনানিতে জানানো হয়, শহরের কয়েকটি এলাকায় ট্রামলাইন বন্ধের কাজ শুরু হয়েছে। যদিও রাজ্য জানায়, রাজ্য পরিবহণ দফতরের তরফে ট্রামলাইন বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।