আরজি কর দুর্নীতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ নথি পেতে সন্দীপ ঘোষদের নিম্ন আদালতে যেতে বলল কলকাতা হাইকোর্ট।
210
হাইকোর্টে শুনানি
মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ওই সংক্রান্ত নথি চেয়ে অভিযুক্তেরা আবেদন করতে পারবেন।
310
নিম্ন আদালতই সিদ্ধান্ত নেবে
হাইকোর্ট জানিয়েছে এই ব্যাপারে যাবতীয় বিবেচনা করবে নিম্ন আদালত। হাইকোর্ট আপাতত তাতে হস্তক্ষেপ করবে না।
410
হাইকোর্টের দ্বারস্থ
আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের নথি পেতে সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্ত হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অভিযুক্তদের সেই সব নথি দেওয়ার নির্দেশ দেয়।
510
নথি পাননি
মঙ্গলবার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, আদালতের নির্দেশ মেনে পর্যাপ্ত নথি দেওয়া হয়েছে। বিরোধিতা করে সন্দীপের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সব নথি হাতে পাননি তাঁরা।
610
সিবিআই-এর সওয়াল
সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্ত চলছে। এই অবস্থায় নির্ভরযোগ্য কোনও তথ্য বা নথি দেওয়া সম্ভব নয়। তাতে তদন্তে প্রভাব পড়তে পারে।
710
হাইকোর্টের বক্তব্য
সিবিআইয়ের ওই সওয়াল শুনে হাই কোর্ট জানায়, ট্রায়াল কোর্ট নির্ভরযোগ্য নথি দেওয়ার সিদ্ধান্ত নেবে। সেখানে আবেদন করতে হবে অভিযুক্তদের।
810
সন্দীপদের বিরুদ্ধে অভিযোগ
আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
910
সন্দীপদের বিরুদ্ধে অভিযোগ
প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আরজি করে।
1010
গ্রেফতার সন্দীপ
এই মামলায় টানা কয়েকদিন জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। গ্রেফতার করা হয়েছে তারই সাগরেদদের।