Hilsa: ঘোর বর্ষাতেও সেভাবে দেখা মিলছে না ইলিশের, বাজার ছেয়ে সামুদ্রিক মাছ

Published : Jul 11, 2025, 04:31 PM ISTUpdated : Jul 11, 2025, 04:33 PM IST
Hilsa

সংক্ষিপ্ত

Hilsa Fish: বর্ষা মানেই বেশিরভাগ বাঙালির পছন্দ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা। ইলিশের আরও অনেক পদই বাঙালিদের অত্যন্ত পছন্দের। কিন্তু এবার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও সারা রাজ্যে মাছের বাজারে সেভাবে পাওয়া যাচ্ছে না ইলিশ।

West Bengal Fish Market: জুলাই মাসে এখন ভরা বর্ষা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে নিয়মিত বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বর্ষার মরসুমেও বাজারে সেভাবে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। কয়েকটি বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে বটে, কিন্তু পরিমাণ বেশি নয় এবং মাছের আকারও বড় নয়। ছোট আকারের ইলিশ মাছই বেশি পাওয়া যাচ্ছে। যেগুলি 'খোকা ইলিশ' নামে পরিচিত। বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে, সেগুলির দাম অনেক বেশি। এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসে গিয়েছে। কিন্তু তারপরেও নদী ও সমুদ্রে খুব বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। ৫৮ দিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই ফের ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন মৎস্যজীবীরা। তাঁরা মূলত ইলিশ মাছ ধরার জন্যই সমুদ্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু যত ইলিশের আশা করছেন মৎস্যজীবীরা, সেই আশা পূরণ হচ্ছে না।

ইলিশের বদলে বাঙালির পাতে অন্য মাছ

ভরা বর্ষার মরসুমে বাজারে ইলিশের জোগান কম থাকলেও, অন্য মাছ ভালোই পাচ্ছেন মৎস্যজীবীরা। ফলে তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে না। যদিও খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের পক্ষে গভীর সমুদ্রে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে মোহনার কাছেই ভোলা, পার্শে, ব্যুমেরাং, পাতা, নিহারির মতো মাছ বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে। লোটে মাছ, কাঁকড়াও পাওয়া যাচ্ছে। ফলে লাভের মুখ দেখতে পাচ্ছেন মৎস্যজীবীরা।

কবে বাজার ছেয়ে যাবে ইলিশ?

মৎস্যজীবীরা জানিয়েছেন, গভীর সমুদ্রে যেতে পারলে ইলিশ পেতে পারেন। কিন্তু আপাতত সেখানে যেতে পারছেন না। ফলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানার মতো মৎস্য মন্দরগুলিতে ইলিশ ছাড়া অন্যান্য মাছই বেশি আসছে। আবহাওয়ার উন্নতি হলেই গভীর সমুদ্রে যেতে পারবেন মৎস্যজীবীরা। তখন তাঁরা ইলিশ পেতে পারেন। ফলে এখন আবহাওয়ার উন্নতি হওয়ার অপেক্ষায় সারা রাজ্যের মৎস্যজীবীরা। ইলিশপ্রেমীরাও বাজারে এই মাছ আসার অপেক্ষায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে