Hilsa fish price update: লাল-হলুদের ডার্বি জয়ের পরেই চড়ল ইলিশের দাম, দেখে নিন কলকাতায় আজ রূপোলি মাছের দাম

এদিন ইলিশের দর শুরুই হচ্ছে ৭০০ টাকা থেকে। একটু বড় ইলিশের দাম ১০০০ টাকা। দাম চড়েছে মাংসেরও।

ডার্বি জয়ের পরদিনই দাম চড়ল ইলিশের। একে রবিবারের বাজার তার উপর গতকালই চার বছর পর কলকাতা ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের। স্বভাবতই আজ আকাশ ছোঁয়া দাম ইলিশের। তবে শুধু ইলিশ নয়। দাম চড়ছে অন্যান্য মাছেরও। ছোট মাছের দাম তুলনামূলক কম থাকলেও ছ্যাঁকা লাগছে বড় মাছের দামে। এদিন ইলিশের দর শুরুই হচ্ছে ৭০০ টাকা থেকে। একটু বড় ইলিশের দাম ১০০০ টাকা। দাম চড়েছে মাংসেরও।

কত দামে বিকোচ্ছে মাছ?

Latest Videos

কতয় বিকোচ্ছে মাংস?

প্রসঙ্গত, । চলতি মরশুমে অন্যান্যবারের থেকে অনেক্টাই কম ইলিশের দাম। প্রথমদিকে বৃষ্টি কম হলেও জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই বাড়তে থাকে বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ইলিশের আমদানিও। মৎস্যজীবীদের দাবি অন্যান্যবারের তুলনায় প্রায় পাঁচগুণ বেড়েছে ইলিশের জোগান। একই সঙ্গে কমেছে দু'বাংলায় ইলিশের দামও। কলকাতা ছাড়াও ইলিশের দাম কমেছে বহরমপুরের বাজারেও। আবহাওয়ার খামখেয়ালিতে ফের নাগালের বাইরে যাচ্ছে ইলিশের দাম। গত কয়েকদিনে বাজারে ঢালাও ইলিশ দেখা গেলেও গত সপ্তাহের শুরু থেকেই মন্দা ইলিশের আমদানিতে। ফলত খানিকটা বেড়েছে দামও। এর কারণ হিসেবে মূলত দায়ী করা হচ্ছে আবহাওয়াকেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই একপ্রকার খালি জাল নিয়ে সমুদ্র থেকে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। রবিবারের বাজারেও বেশ কিছুটা দামি ইলিশ। তবে কি ছুটির দিনে বাঙালির পাতে পড়ল না ইলিশ? দেখে নেওয়া যাক রবিবার কতয় দাঁড়াল ইলিশের দাম।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar