কলকাতা বইমেলার সময় কি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? চিন্তার ভাঁজ বই প্রেমীদের কপালে

Published : Jan 15, 2025, 02:39 PM IST
Kolkata metro

সংক্ষিপ্ত

পূর্ব-পশ্চিম মেট্রোতে নতুন সিগন্যালিং সিস্টেম বসানোর জন্য ৪৫ দিন পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব। বইমেলার সময় মেট্রো বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তি নিয়ে উদ্বেগ।

৪৫ দিনের জন্য স্থগিত থাকবে মেট্রো চলাচল। শোনা যাচ্ছে এমনটাই। পূর্ব পশ্চিম মেট্রো করিডোরে যোগাযোগ-ভিত্তিক ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বসানোর জন্য ৪৫ দিনের জন্য মেট্রো পরিষেবা স্থগিত করার সুপারিশ করা হলেও এখনও এ বিষয় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এত দীর্ঘ সময় পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তি বাড়ব। এদিকে হাওড়া ময়দান থেকে সল্টলে সেক্টর ৫ পর্যন্ত করিডোরে সিবিটিসি সিস্টেম ইনস্টল করার জন্য মেট্রো পরিষেবা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত মেট্রো পরিষেবা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। এই বিষয় এখনও চলছে আলোচনা।

এরই মাঝে প্রশ্ন উঠেছে বইমেলার সময় কি চলবে মেট্রো? ৩০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে। এই সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকলে সাধারণ মানুষ সমস্যা পড়বেন। এই কারণে এই নিয়ে আলোচনা চলছে।

গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার সময় পরিষেবা বন্ধ থাকলে হাজার হাজার মানুষের অসুবিধা হবে। এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যান্ডে এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত আংশি মেট্রো পরিষেবা চালু রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এই বছরের মধ্যে পুরো করিডোরে বাণিজ্যিক পরিষেবা শুরু করতে আশাবাদী। এখন সময়ের অপেক্ষা। সঠিক ভাবে কাজ সম্পন্ন হবে

সিগন্যালিং সিস্টেম উন্নত করার জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখতে চায় কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হল এতে কী সুবিধা হবে। জানা গিয়েছে, নতুন যে সিবিটিসি প্রযুক্তি বসানোর কথা হচ্ছে এতে মেট্রো পরিষেবা আরাও নিরাপদ হবে। এতে থাকবে প্ল্যাটফর্ম স্ক্রিন দরজা, ট্র্যাক লকিং, উন্নত সিগনাল। ১২ জানুয়ারি রবিবার পরিষেবা বন্ধ রেখে কাজ শুরু হয়েছে। ১৯ জানুয়ারি এবং ভবিষ্যতে আরও কিছু রবিবার বন্ধ থাকবে পরিষেবা। তবে ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ দেড় মাস বন্ধ থাকবে কি না এই নিয়ে আলোচনা চলছে। 

 

 

PREV
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী