
News about the unemployed in Bengal: চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে উঠেছিল কসবা ডিআই অফিস। চাকরিহারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল। পাল্টা কলকাতা পুলিশে তাদের লাঠিপেটা করে বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার কলকাতা পুলিশ কয়েকটি ভিডিও পোস্ট করে। তাতে একজন বিক্ষোভকারীদেকে বলতে শোনা গিয়েছে, 'পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব।' যদিও এই ভিডিওর সত্যা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি। তবে এই ভিডিও নিয়ে আশঙ্কার কালো মেঘ দেখছেন বিক্ষোভকরীা। তাদের কথায় কলকাতা পুলিশের এই ভিডিও পোস্ট করার মধ্যে রয়েছে চক্রান্ত। তাদের দাবি, চাকরিহারিয়ে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার পরেও এজাতীয় মন্তব্য তাদের কেউ করতে পারেন না। বিক্ষোভকারীদের কথায় পেট্রোল দিয়ে তাদের নিজেদের জ্বালিয়ে দেওয়ার কথআই বলেছেন।
বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হেঁটেছেন বহু চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। সেখানেই তারা জানিয়েছেন, তাদের বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু পুলিশই তাদের ওপর প্রথম চড়াও হয়। তারা আরো বলেছেন, 'কসবার ঘটনাস্থলে প্রচুর সংবাদমাধ্যম ছিল। প্রচুর ভিডিয়ো ক্লিপিং রয়েছে। কিন্তু এমন একটাও ভিডিয়ো ক্লিপিং নেই, যেখানে আমরা জ্বালিয়ে দিতে বা পুড়িয়ে দিতে বলেছি।' চাকরিহারাদের কথায়, তাদের মধ্যে থেকে কেউ এজাতীয় মন্তব্য করতে পারেন না। বরং পেট্রোল দিয়ে তারা নিজেদেরই জ্বালিয়ে দিতে বাধ্য় হবেন যদি সম্মানের সঙ্গে নিজেদের পদ ফিরে না পান। তাদের কথায় চাকরি হারানোর পর নিজেদের জ্বালান ছাড়া তাদের সামনে আর অন্য কোনও রাস্তা খোলা থাকবে না। বিক্ষোভকারীদের কথায় গোটা বিষয়টা পুলিশের চক্রান্ত হতে পারে। তাদের কথায় এজাতীয় ভিডিও পোস্ট করে পুলিশ তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রয়ে চাকরি হারিয়েছেন, প্রায় ২৬০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের অভিযোগ যোগ্যও অযোগ্যদের আলাদা করা যায়নি। ফলে সুপ্রিম কোর্ট ২০১৬ সালে পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে। যার করাণে যারা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের সঙ্গে যোগ্যদের চাকরি গিয়েছে। তারপর থেকেই যোগ্যদের সঙ্গে অযোগ্যরাও চাকরি ফেরত পেতে বিক্ষোভ অবস্থান করছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।