'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' থ্রেট কালচার নিয়ে কলকাতা পুলিশকে ধুয়ে দিলেন তিনি।
ভোটের কাজে তিন ফুটবল ক্লাবকে কাজে লাগাচ্ছে তৃণমূল। এই অভিযোগে আইএফএ-র কাছে চিঠি পাঠাবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। 'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' থ্রেট কালচার নিয়ে কলকাতা পুলিশকে ধুয়ে দিলেন তিনি।