অনেকেই বলছেন আরজি কর কাণ্ডে টালিগঞ্জের শিল্পি ও কলাকুশলীদের পথে নামাকে খুব সোজাভাবে নেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩০ বছরে পা দিতে চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠান। কিন্তু নবান্ন সূত্রের খবর এবার চলচ্চিত্র উৎসবে যেমন গ্ল্যামারের ছোঁয়া কম থাকবে তেমনই উৎসবের উদ্বোধনের ভ্যেনুও আনা হচ্ছে পরিবর্তন। নবান্ন সূত্রের খবর, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোরের পরিবর্তে করা হবে ধনধান্যে প্রেক্ষাগৃহে । যা তুলনামূলকভাবে অনেকটাই ছোট।
কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে স্থানান্তরণের সিদ্ধান্ত- তাই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। অনেকেই বলছেন আরজি কর কাণ্ডে টালিগঞ্জের শিল্পি ও কলাকুশলীদের পথে নামাকে খুব সোজাভাবে নেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে আরজি কর কাণ্ডের সময় থেকেই টালিগঞ্জের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নবান্ন সূত্রের খবর ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধন অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোরের মত গণহারে আমন্ত্রণপত্র বিলি করা হবে না। দর্শকের সংখ্যা যেমন কমবে তেমনই কাটছাট করা হতে পারে শিল্পিদের নাম। শুক্রবার আসন্ন বিশ্ববঙ্গে বাণিজ্য সম্মেলনের প্রস্তিতি নিয়ে আলিপুরের সৌজন্য গৃহে রয়েছে প্রস্তুতি বৈঠক। সূত্রের খবর সেখানেই আমন্ত্রিতের সংখ্যা অনেকটাই কম। এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আমন্ত্রিতের তালিকায় টালিগঞ্জের শিল্পি ও কলাকুশলীনের তেমন নাম নেই। সূত্রের খবর সাংসদ হিসেবে এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন দেব। তাই এখন দেখার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাদের কাদের আমন্ত্রণ জানান হয়।
অন্য়দিকে এবার চলচ্চিত্র উৎসবে গ্ল্যামারের ছোঁয়াও অনেকটাই কম হবে। সূত্রের খবর নিরাপত্তার কারণে এবার কলকাতায় আসছেন না শাহরুখ খান, সলমন খান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই বলিউড স্টারদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। সূত্রের খবর, চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলো করে থাকা অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারও উপস্থিত থাকতে পারবে না বলে সূত্রের খবর। তবে মঞ্চে উপস্থিত থাকতে পরেন শাবানা আজমি, জাভেদ আখচার, রাজ্যের সাংসদ শত্রুঘ্ন সিনহা। থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে পারে বিদ্যা বালান। যদিও নিজের ছবির প্রচারে সম্প্রতি কলকাতায় এসে তিনি আরজি কর কাণ্ডের সমালোচনা করেছিলেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।