
Kolkata News: আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদ্বশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে এসএসসি (SSC New Recruitment)৷ বৃহস্পতিবার রাতেই এই বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)৷ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পর ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত।
প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে। এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় চাকরিহারা শিক্ষকদের জন্য একাধিক বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার৷ নবম-দশম এবং একাদশ ও দ্বাদশে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি (SSC News Update) জারি করেছে, তাতে এই সমস্ত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ দশ নম্বর পাওয়া যাবে৷ সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতিবছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে দুই নম্বর করে। এক্ষেত্রে কারওর পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো ১০ নম্বর। ক্লাস নেওয়ার ক্ষমতার উপর থাকবে ১০ নম্বর।
অন্যদিকে, নিয়ম মেনেই প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তি (SSC New Recruitment Notice) এবং শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হল। বৃহস্পতিবার মধ্য রাতে ওই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। তবে তাতে যে মোটেও চিঁড়ে ভিজছে না তা বুঝিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (WB Jobless Teachers) একাংশ।
চাকরিহারা শিক্ষকদের (Jobless Teachers Rally) একটি অংশের বক্তব্য, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না। এই দাবিতে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র সদস্যেরা শিয়ালদহ থেকে অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, উদ্ভূত পরিস্থিতি তাঁদের ‘নগ্ন’ করে ছেড়ে দিয়েছে। সেই কারণেই প্রতীকী প্রতিবাদ হিসাবে অর্ধনগ্ন হয়ে মিছিল করতে চান তাঁরা। ‘যোগ্য’ চাকরিহারাদের ওই মিছিল শুরুর আগেই পুলিশে পুলিশে ছয়লাপ শিয়ালদহ চত্বর।
সূত্রের খবর, শুক্রবার চাকরিহারাদের মিছিল আটকাতে শিয়ালদহ চত্বরে মোতায়েন করা হয়েছে, ৮৪০ কনস্টেবল, ২৫ র্যাফ, জলকামান, ৫ এসিপি, ১২ ইন্সপেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। সব মিলিয়ে পুলিশে ছয়লাপ। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন আইপিএস পদমর্যাদার পুলিশরাও। মোতায়েন হয়েছে ১৫০ মহিলা পুলিশ-কর্মীও। সব মিলিয়ে চাকরিহারা বিক্ষোভ রুখতে ফুলফর্মে ধড়পাকড় শুরু করে দিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন চাকরিহারাদের নবান্নের অভিমুখে মিছিল আটকাতে সকাল থেকেই শিয়ালদহ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। চাকরিহারাদের 'অর্ধনগ্ন' মিছিল আটকাতে কয়েকজন চাকরিহারাকে আটকও করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সব মিলিয়ে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি রীতিমত উত্তপ্ত (Today Kolkata News)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।