নিক্কো পার্ক, ইকো পার্ক নাকি সায়েন্স সিটি? বড়দিন সব থেকে ভিড় হল কোথায়? জেনে নিন

Published : Dec 26, 2025, 09:14 AM IST
Image of Nicco park

সংক্ষিপ্ত

২০২৫ সালের বড়দিনে কলকাতা জনসমুদ্রে পরিণত হয়। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, শহরের জনপ্রিয় স্থানগুলির মধ্যে ভিড়ের নিরিখে সকলকে টেক্কা দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে ইকো পার্ক, যেখানে ৫০,৭০০ জন মানুষ উৎসব উদযাপন করেছেন। 

২০২৫ সালে ২৪ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন রাস্তায় ছিল রেকর্ড করা ভিড়। বড়দিন উদযাপনের জনপ্রিয়তম কলকাতার সকল স্থানের মধ্যে কে কাকে দিল টেক্কা তা জেনে নিন। সদ্য প্রকাশ্যে এল বিশেষ তথ্য। জেনে নিন শহরের কোন জায়গায় বড়দিনে কত ভিড় ছিল। এই ভিড়ের দিক দিয়ে কে কাকে দিল টেক্কা।  

পার্কস্ট্রিট থেকে বো ব্যারাক্স, কোথাও তিল ধারণেরও জায়গা নেই। সকাল থেকে উৎসবে মেতে উঠেছে শহর। এই দিনটি উদযাপনের জন্য বাইকে থেকেও বহু মানুষ কলকাতায় আসেন। প্রতিবছর এই দিনে নিক্কোপার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটির মতো জায়গাগুলোতে। বড়দিনে শহরের তেমন সাতটি আকর্ষণের মধ্যে জেনে নিন কোন জায়গায় ভিড় হল সব থেকে বেশি।

বড়দিনে যে ভিড় হবে, তার একটা আন্দাজ পাওয়া গিয়েছিল বুধবারই। উৎসবের আগে পার্কস্ট্রিটে ছিল উপচে পড়া ভিড়। বৃহস্পতিবারের শেষ পরিসংখ্যান বলছে ইকো পার্কে মোট ৫০,৭০০ জন বড়দিন উদযাপন করেছেন। কলকাতার জনপ্রিয় কেন্দ্রগুলোর মতো এত ভিড় কোথাও হয়নি। সব থেকে বেশি ভিড় হয়েছে ইকো পার্কে। 

ভিড়ের নিরিখে দ্বিতীয় স্থানে আলিপুর চিড়িয়াখানা। সেখানে ভিড় ছিল ৪৪,৬৫৪ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা ছিল। তৃতীয় স্থানে আছে ভিক্টোরিয়া। আর চতুর্থ স্থানে সায়েন্স সিটি। ভিক্টোরিয়ায় ভিড় হয়েছিল ৩৪,১৫১ জন। সায়েন্স সিটিও ভিড় কম হয়নি। সেখানে ভিড় ছিল ২২,৩১৬ জন। এদির জাদুঘরে ভিড়ের সংখ্যা ছিল ৭৯৭৯ জন। এরপর স্থান পেয়েছে ইকোপার্ক। সেখানে ভিড় হয়েছিল ৫৫০০ জন মতো। তারপরে নিউ টাউনের হরিণালয়। সেখানে ভিড় হয়েছিল ৪৯৭৮ জন। ভিড়ের নিরিখে নিক্কোপার্ক ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে আছে হরিণালয়।

ভিড় হয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ বিভিন্ন গির্জায়। বড়দিনে অনেকেই চার্চ বা গির্জায় গিয়ে যাকেন। এবারও তার অন্যথা হয়নি। সব মিলিয়ে বাংলার মানুষ যে দিনটি উপভোগ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এসআইআর: শনিবার শুরু শুনানি, নিজেদের জমা দেওয়া নথির সত্যতা প্রমাণ করতে হবে ভোটারদের
বৃহস্পতিবার মরসুমের শীতলতম দিন, শুক্রবার-শনিবার জেলাগুলিতে আরও ঠান্ডার পূর্বাভাস