সুপ্রিম কোর্টের শুনানির পর সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র ডাক্তাররা। 'হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি'। 'গড়িমসি মনোভাব রাজ্য সরকারের'। 'আমরা কাজে ফিরতে চাই, কাজ করতে চাই'। 'সাগর দত্ত হাসপাতাল নিয়ে যা বলা হয়েছে সত্য নয়'।
সুপ্রিম কোর্টের শুনানির পর সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র ডাক্তাররা। 'হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি'। 'গড়িমসি মনোভাব রাজ্য সরকারের'। 'আমরা কাজে ফিরতে চাই, কাজ করতে চাই'। 'সাগর দত্ত হাসপাতাল নিয়ে যা বলা হয়েছে সত্য নয়'। 'আমাদের দাবিগুলির বাস্তবায়িত রূপ দেখতে চাই'। মন্তব্য করলেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো