দেশের সবথেকে নিরাপদ শহর কোনটি? জানুন NCRB-র তথ্যে কলকাতার হালহাকিকৎ

Published : Oct 04, 2025, 03:32 PM IST

NCRB Report: আবারও কলকাতার মাথায় তাজ । এবার দেশের নিরাপদ শহরের শহরে। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো বা NCRBর তথ্য় অনুযায়ী কলকাতা হল দেশের অন্যতম নিরাপদ শহর। 

PREV
17
দেশের নিরাপদ শহর

আবারও কলকাতার মাথায় তাজ । এবার দেশের নিরাপদ শহরের শহরে। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো বা NCRBর তথ্য় অনুযায়ী কলকাতা হল দেশের অন্যতম নিরাপদ শহর।

27
তৃণমূল সাংসদের বার্তা

একটি ইংরেজি দৈনিকের রিপোর্ট তুলে ধরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানেই তিনি বলেছেন, তৈরি করা মিথ্য, ভুয়ো খবর, ঘৃণামূলক প্রচার সত্ত্বেও কলকাতা চতুর্থবারের জন্য দেশের নিরাপদতম শহর বলে চিহ্নিত হয়েছে।

37
ন্যাশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট

ন্যাশানাল ক্রাইম ব্যুরো ২০২৩এর রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের মাত্রা এই শহরের শহরে সবথেকে কম। কলকাতায় প্রতি লাখে অপরাধের সংখ্যা ৮৩.৯। ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি শহরের মধ্য কলকাতায় অপরাধের সংখ্যা সবথেকে কম।

47
কলকাতা পুলিশের উল্লেখ

NCRB-র রিপোর্টে কলকাতা পুলিশের উল্লেখ রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কলকাতার পদস্থ পুলিশ কর্তাদের প্রযুক্তির ব্যবহার ও সূক্ষ্ম ও দুর্দান্ত দক্ষতার কারণেই এই শিরোপা পেয়েছে তিলোত্তমা।

57
অপরাধের শীর্ষে

রিপোর্ট অনুযায়ী অপরাধের তালিকায় শীর্ষে রয়েছে কেরলের কোচি। সেখানে প্রতি লক্ষ জনবসতিতে অপরাধের সংখ্যা ৩১৯২৪। তার আগেই রয়েছে দিল্লি। তারপরই রয়েছে সুরাত।

67
অপরাধ কম

কলকাতার পর নিরাপদ শহরের তালিকায় রয়েছে হায়দ্রাবাদ, পুণে, মুম্বই। ১৯টি শহরের মধ্যে গড় অপরাধের সমখ্যা ২০২৩ সালে ছিল ৮২৮। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৮৬.৫। ২০২১ সালে ছিল ১০৩.৫।

77
মহিলাদের বিরুদ্ধে অপরাধ

মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে শহরে। ২০২৩ সালে সংখ্যা হল ১৭৪৬। কলকাতা নারী নির্যাতনের তালিকায় তৃতীয়। সব থেকে কম নারী নারী নির্যাতন হল চেন্নাই। তারপরই রয়েছে কোয়েম্বাতুর।

Read more Photos on
click me!

Recommended Stories