মহালয়ার দিন মেট্রোতে চূড়ান্ত ভিড়ের চাপ। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পা রাখার জায়গা নেই।
এতদিন চলছিল পুজোর কেনাকাটা। যানজটের চাপে নাকানিচোবানি খাচ্ছিলেন কলকাতার নিত্যযাত্রীরা। এরপর শনিবার ছিল মহালয়া, ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে কলকাতার বহু খ্যাতনামা পূজা মণ্ডপের। তাই, মহালয়া থেকেই ঠাকুর দেখার উৎসাহে কলকাতা মেট্রোয় দেখা গেল গিজগিজে ভিড়।
সেপ্টেম্বরের শেষ দিকে দেখা গিয়েছে যে, প্রত্যেকদিন মেট্রোয় যাতায়াত করেন প্রায় ৭ লক্ষ যাত্রী। মহালয়ার দিন মেট্রোতে চূড়ান্ত ভিড়ের চাপ। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পা রাখার জায়গা নেই। শনিবার বিকেল ৫টা পর্যন্ত নর্থ সাউথ করিডরে, মানে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্টেশনগুলির পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৪ লক্ষ মানুষ যাতায়াত করেছেন। শুধুমাত্র দমদমেই ছিলেন ৪০ হাজার মানুষ। তবে শুধুমাত্র দমদম নয়, শ্যামবাজার, এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, মহানায়ক উত্তর কুমার সহ একাধিক মেট্রো স্টেশনে দেখা গেছে বিপুল জনস্রোত।
উৎসবের ভিড় সামাল দিতে স্পেশাল মেট্রো চালু করেছে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও মহালয়ার দিন যা ভিড় দেখা গেল, তা দেখে দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমীতে কী পরিমাণ ভিড় হতে পারে, সেকথা ভেবেই দুশ্চিন্তায় পড়েছে আমজনতা।