স্বাধীনতা দিবসের দিন মেট্রো পরিষেবা কেমন থাকবে? জানিয়ে দিল কর্তৃপক্ষ, দেখে নিন একনজরে

আর মাত্র কয়েকদিন পরেই দেশের স্বাধীনতা দিবস (Independence Day)। সেই বিশেষ দিনে কেমন থাকবে মেট্রো পরিষেবা? কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে সংখ্যায় কম।

Subhankar Das | Published : Aug 10, 2024 3:06 PM IST / Updated: Aug 10 2024, 08:37 PM IST

আর মাত্র কয়েকদিন পরেই দেশের স্বাধীনতা দিবস (Independence Day)। সেই বিশেষ দিনে কেমন থাকবে মেট্রো পরিষেবা? কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে সংখ্যায় কম।

মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, ঐ দিন দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন অবধি মোট ১৮৮টি মেট্রো চালানো হবে৷ অর্থাৎ একেকদিকে ৯৪ টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাধারণত দিনে এই রুটে মোট ২৮৮টি মেট্রো চালানো হয়ে থাকে৷

Latest Videos

আগামী ১৫ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ৬:৫০-এর দিকে গড়িয়া এবং দক্ষিণেশ্বর দুই দিক থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে৷ শেষ মেট্রো চলবে রাত ৯:৪০ মিনিটে৷ তবে অন্যান্য দিনের মতো ১০:৪০ মিনিটে রাতের মেট্রোটি সেদিনও চালু থাকছে৷

সেইসঙ্গে, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাতেও অনেকটাই বদল আসবে সেই দিন৷ অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত আগামী ১৫ অগাস্ট ১০৬টি রেকের বদলে ৯০টি মেট্রো রেক চলাচল করবে৷ অপরদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটেও মেট্রো সংখ্যা কম থাকবে৷ ঐ দিন এই রুটে ১৩০টির মধ্যে মাত্র ৯০টি মেট্রো চালানো হবে বলে জানা গেছে৷

সবমিলিয়ে, একটি বিষয় পরিষ্কার যে স্বাধীনতা দিবসের দিন মেট্রো পরিষেবায় বদল আসছে। এমনিতে ছুটির দিন। তবে জরুরি পরিষেবার সঙ্গে অনেকেই জড়িত থাকেন। এছাড়া অনেকেই সেদিন বেরোন। ফলে, তাদের জন্য মেট্রো খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তাদের ক্ষেত্রে এই সময়সীমা জেনে রাখা জরুরি।

আর এই প্রসঙ্গেই, কলকাতা মেট্রোর তরফ থেকে জানিয়ে দেওয়া হল নয়া সময়সূচি। ঐ দিন দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন অবধি মোট ১৮৮টি মেট্রো রেক চালানো হবে৷ অর্থাৎ একেকদিকে ৯৪ টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ৷

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024