৩০ মিনিটে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা আজ থেকেই শুরু, রইল মেট্রোর সময়সূচি

Published : Aug 21, 2025, 10:21 PM IST

অফিস যাত্রী বিশেষ করে হাওড়ার দিক থেকে কলকাতা বা সেক্টর ফাইভের দিকে যাওয়া যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে আর দীর্ঘ যানজট পেরিয়ে, ভিড় বাসে নাকাল হয়ে অফিসে পৌঁছাতে হবে না।

PREV
15
অফিস যাত্রীদের জন্য সুখবর

অফিস যাত্রী বিশেষ করে হাওড়ার দিক থেকে কলকাতা বা সেক্টর ফাইভের দিকে যাওয়া যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে আর দীর্ঘ যানজট পেরিয়ে, ভিড় বাসে নাকাল হয়ে অফিসে পৌঁছাতে হবে না। অনেকটাই সহজ-সরলভাবে পৌঁছে যেতে পারবেন অফিসে। কারণ কাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এসপ্ল্যানেড-শিয়ালদা রুটের মেট্রো।

25
১১ মিনিটেই হাওড়়া থেকে শিয়ালদা

এবার আর বাস বা ট্যাক্সির ঝামেলা পোহাতে হবে না হাওড়ার দিক থেকে আসা যাত্রীদের। মাত্র ১১ মিনিটেই হাওড়া স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদা। হাওড়া থেকে সেক্টর ফাঁইভ বর্তমানে যে পথ যেতে সময় লাগে প্রায় ঘণ্টা দেড় বা তারও বেশি সেই পথ মেট্রোতে যেতে সময় লাগবে মাত্র আধ ঘণ্টা। আগামিকাল একই সঙ্গে তিনটি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই দেখে নিন তিন রুটের মেট্রোর টাইমটেবিল।

35
হাওড়া ময়দান-সেক্টরফাইভ

এই রুটে প্রথম মেট্রো ছা়ড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৯ মিনিটে। অর্থাৎ সকালের অফিসযাত্রীরা যেমন যাতায়াতে সুবিধে পাবেন তেমনই সেক্টরফাইভ এলাকার রাতের ডিউটি যারা করেন তারাও মেট্রোর সুবিধে পাবেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই হাও়ড়া ময়দান থেকে সেক্টরফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো চলাচল শুরু হবে।

45
বেলেঘাটা-রুবি

এই রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ২৮ মিনিটে। তুলনামূলকভাবে এই রুটে মেট্রো পরিষেবা অনেক কম থাকবে। এই রুটে পরিষেবা চালু হবে সোমবার।

55
নোয়াপাড়া-বিমানমন্দর

এই রুটে সকাল ৭টা ৫৮ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। রাত ৮টা ১০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। এই রুটেও পরিষেবা চালু হবে সোমবার থেকে। তেমনই জানিয়েছে মেট্রো।

Read more Photos on
click me!

Recommended Stories