ডেঙ্গি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা । বেলচা হাতে নিয়ে একের পর এক জায়গার নোংরা আবর্জনা পরিষ্কার করলেন মেয়র ফিরহাদ হাকিম ।
ডেঙ্গি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা | ডেঙ্গির সচেতনতা প্রচারে মেয়র ফিরহাদ হাকিম | প্রথমে চেতলায় নিজের ওয়ার্ডে প্রচার চালায় ফিরহাদ হাকিম | নিজে বেলচা হাতে নিয়ে আবর্জনাও পরিষ্কার করলেন মেয়র | পাশাপাশি মাইকে সচেতনতা প্রচারও চলে | চেতলার পরই ভবানীপুর যান মেয়র ফিরহাদ হাকিম | মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সারলেন ডেঙ্গি সচেতনতার প্রচার |