সোমবার গোটা দিন জল সরবরাহ বন্ধ থাকবে, টালা পাম্পিং স্টেশনে চলবে মেরামতির কাজ

Published : Dec 09, 2024, 09:55 PM IST
Kolkata Municipal Corporation says water supply to Tala tank to remain suspended on Monday bsm

সংক্ষিপ্ত

সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা ও টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকবে। 

আগামী সোমবার ১৬ ডিসেম্বর গোটা দিন ধরেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। বন্ধ থাকবে পলতা জল পরিশোধন কেন্দ্র। জানিয়ে দিল কলকাতা পুরসভা। মেরামতির কারণে বন্ধ থাকবে বলেও জানান হয়েছে। টালা ট্যাঙ্ক বন্ধ থাকার কারণে কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। বিশেষ করে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলেও চিন্তা বাড়ছে শহরবাসীর।

সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা ও টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজ সেরে ফেলে হবে। কলকাতা পুরসভা সূত্রের খবর, আগের চেয়ে কিছুটা বড় ভাল্ভ বসানো হবে। পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোলটেজের মোটর, অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সরাই করা হবে। ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও করে হবে এই সময়ের মধ্যে।

মেরামতির কারণেই ১৬ ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার গোটা দিন ধরেই পলতা ও টালা জলাধারণ থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। যার কারণে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল দেখা দিতে পারে। কলকাতা পুরসভার ১৬টি বরোর মধ্যে প্রথম সাতটি টালা থেকে জল সরবরাহ করা হয়। যেগুলিতে আপাতত জল সরবরাহ বন্ধ থাকবে। অন্যদিকে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও জল সরবরাহ বন্ধ থাকবে। পলতা থেকে জল সরবরাহ বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হবে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি