ইএম বাইপাসের ওপর গলার নলি কেটে তরুণীকে খুনের চেষ্টা! হাসপাতালে ছটফটিয়ে মর্মান্তিক মৃত্যু

Published : Jan 31, 2025, 10:35 AM IST
kolkata police

সংক্ষিপ্ত

গলার নলি কেটে খুনের চেষ্টা বলে অভিযোগ। পরে এনআরএস হাসপাতালে ওই আক্রান্ত তরুণীর মৃত্যু হয়। তিনজনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

কলকাতার বুকে ইএম বাইপাসের ওপর ভয়াবহ খুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো। ই এম বাইপাসে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তরুণী নামতেই ধারাল অস্ত্র নিয়ে তাড়া। তাড়া করে পিছন থেকে তরুণীর হাতে পরপর ধারাল অস্ত্র দিয়ে কোপ, আঘাত গলাতেও। গলার নলি কেটে খুনের চেষ্টা বলে অভিযোগ। পরে এনআরএস হাসপাতালে ওই আক্রান্ত তরুণীর মৃত্যু হয়। তিনজনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,' যখন মেয়েটা গাড়ি থেকে বের হয়, তখন মেয়েটার মাথা অলরেডি ফাটা ছিল। ওকে কোনওমতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে মনে হয়েছে, ৯০ শতাংশ আশঙ্কা, যে ওর আর বাঁচবে না। তারপর আমরা দেখি যে, সবাই এখানে যতজন ছিলেন, সবাই দৌঁড়ে ছেলেটাকে মারতে যায়। মা পিছনেই দাঁড়িয়েছিলেন। মানে যেটা জানা গিয়েছে যে, ওই ছেলেটার মা ছিলেন, যে পিছন পিছন তখন দৌঁড়েছিলেন। যখন ছেলেটাকে মারার জন্য সবাই যায়, তখন ওই মহিলা বলে, আমার ছেলে কিছু করেনি। আমি কিছু করিনি। আমাদের কোনও দোষই না। মেয়েটারই সব দোষ। এতটাই বাজে ভাবে ছুরি দিয়ে আঘাত করেছে যে, জামা কেটে হাতের উপরের থেকে রক্ত বেরিয়েছে।'

জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী যুবক ও তাঁর মাকে ধরেছেন। তারপর প্রগতি ময়দান থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। এই ঘটনায় এখনও আটক করা হয়েছে তিন জনকে। ঠিক কী কারণে এই হামলা, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু - দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী