SSC Candidates: এসএসসি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেক, টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হল চাকরি প্রার্থীদের

Published : Aug 03, 2023, 12:20 PM IST
ssc mts

সংক্ষিপ্ত

জানা যাচ্ছে বুধবার প্রায় সকাল ৭টা ৪৫ মিনিট থেকে আচার্য সদন অভিযান শুরু করে চাকরি প্রার্থীরা।

চাকরি প্রার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত সল্টলেক। বৃহস্পতিবার ভোর থেকেই আচার্য সদনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে এসএসসি চাকরি প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পূর্ব বিধাননগর থানার পুলিশ। এমনকী ঘটনাস্থলে নামাতে হয় র‌্যাফও। ঘন্টাখানেকের মধ্যেই চত্ত্বর থেকে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। জানা যাচ্ছে বুধবার প্রায় সকাল ৭টা ৪৫ মিনিট থেকে আচার্য সদন অভিযান শুরু করে চাকরি প্রার্থীরা। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। চাকরিক দাবিতে প্রতিবাদে, স্লোগানে গর্জে ওঠে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা।

বুধবার চাকরির দাবিতে ফের সল্টলেকের আচার্য সদনের সামনে জড়ো হয় এসএসসি চাকরিপ্রার্থীরা। আচার্য সদনের গেটের বাইরে বিক্ষো দেখাতে থাকে চাকরি প্রার্থীরা। এই সময়য় আচমকা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য এদিন সল্টলেকে উপস্থিত হন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও। চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরাও। শুধু তাই নয় বিক্ষোভকারীদের ছাড়াতে গেলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি লেগে যায় পুলিশের। রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে সরানো হয় বলে অভিযোগ।

 

PREV
click me!

Recommended Stories

পশ্চিমবঙ্গে কোনো ভোট নিরামিষ হয় না, বড় দাবি করে আর কী বললেন শমীক ভট্টাচার্য? দেখুন
ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা BJP রাজ্য সভাপতি শমীকের, কী দাবি?