আয়োজিত হয়েছিল কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। সেই অনুষ্ঠানেই আচমকা ঘটে গেল অঘটন! তীব্র হাওয়ার দাপটে ভেঙে পড়ল বিরাট তোরণ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উপস্থিতিতে রেড রোড থেকে আয়োজিত হয়েছিল কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। হাজির ছিলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেই অনুষ্ঠানেই আচমকা ঘটে গেল অঘটন! তীব্র হাওয়ার দাপটে ভেঙে পড়ল বিরাট তোরণ।