নবান্ন অভিযানে ব্যাপক গোলমালের অভিযোগ, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের মামলা

Published : Aug 10, 2025, 12:24 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

BJP News: শনিবারের নবান্ন অভিযানে গোলমালের অভিযোগ। এবার গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে দায়ের হল মামলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদব… 

Kolkata News: নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR। জানা গিয়েছে, মোট ৭টি FIR রুজু কলকাতা পুলিশের। অশোক দিন্দা, কৌস্তভ বাগচী-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR রুজু। নিউ মার্কেট ও হেয়ারস্ট্রিট থানায় ৭টি FIR রুজু। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজু। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। পুলিশকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএম যাবেন কলকাতা পুলিশ কমিশনার।

অন্যদিকে, অভয়ার মায়ের মাথায় চোট নিয়ে শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’হয়তো শুভেন্দু অধিকারী নিজেই লোক দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ওরা গুন্ডামি করেছে। আমিও বলেছি কেস শুরু করতে। অসভ্যতা শেষ নেই। যারা একুশে জুলাই সহ্য করতে পারে না, যারা দেখতে পারেনা, আজকে কি হচ্ছে সারা কলকাতা বন্ধ। ১০০০ লোকের জন্য সারা কলকাতা বন্ধ করতে হলো, এত বড় ক্রিমিনাল। হাইকোর্ট তো বলে একুশে জুলাইয়ের জন্য গোলমাল হয়ে যাচ্ছে এবার হাইকোর্ট দেখুক কাদের অনুমতি দিয়েছে।''

 

 

এছাড়াও সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সঙ্গে তরজা নিয়েও মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘’দিদি ভাইয়ের ৪০ বছরের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। আমাদের দলেরও কিছু আছে তারা উস্কায়। ভুল ভ্রান্তি আমাদের মধ্যে হতেও পারে দিদি ক্ষমা করতেও পারে।'' 

মহুয়া মৈত্র প্রসঙ্গে কল্যান বলেন, ‘’ওর জন্য সময় নষ্ট করেছি। মাথা গরম করেছি। দিদিকে উল্টোপাল্টা বলেছি। আমার এখন খারাপ লাগছে। আমি যে পদ থেকে সরে দাঁড়িয়েছি ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, অভিষেকের সঙ্গে আমার কথা হয়েছে।''

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের