এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি লক্ষ্মীর ভাণ্ডার, মাসে মাসে মিলবে ২১০০ টাকা, কবে থেকে পাবেন বাড়তি টাকা?

Published : Feb 05, 2025, 07:33 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির খবর সামনে এসেছে। ২০২৬-র ভোটকে মাথায় রেখে মমতা সরকার এই ভাতা বাড়াতে চলেছে বলে জল্পনা। জানা যাচ্ছে, সাধারণ ও তপসিলি মহিলাদের ভাতা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকা থেকে ২১০০ টাকা হতে পারে।

PREV
110

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এল চমকপ্রদ খবর। ফের বাড়ছে ভাতা।

210

২০২৬-র ভোটকে মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধি করতে চলেছেন মমতা সরকার। শীঘ্রই মিলবে বাড়তি টাকা।

310

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ সেবা মূলক প্রকল্প নিয়ে এসেছে। যার দ্বারা উপকৃত হচ্ছে রাজ্যবাসী।

410

বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প নিয়ে এনেছে মমতা সরকার।

510

তবে, এই সকল প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন ভাতা।

610

সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার।

710

এবার দ্বিগুণেরও বেশি হবে এই ভাতা। মাসে মাসে মিলবে ২১০০ টাকা করে।

810

সদ্য় প্রকাশ্যে এসেছে এমনই খবর। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার।

910

শোনা যাচ্ছে, চলতি মাসের এপ্রিল থেকেই নাকি মিলবে বাড়তি টাকা।

1010

তবে, আপাতত কোনও ঘোষণা হয়নি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে।

click me!

Recommended Stories