১ জানুয়ারি থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম, বাতিল হল পুরনো লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্ট, দেখে নিন কারা পাবেন ভাতা

২০২৫ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং তপসিলি উপজাতির মহিলাদের জন্য সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।

Sayanita Chakraborty | Published : Dec 24, 2024 3:59 AM IST
113

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা। প্রকাশ্যে এমনই খবর।

213

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। ছাত্র-ছাত্রী থেকে বৃদ্ধ সকলের জন্য এনেছেন ভাতা।

313

সকলের সুবিধার্থে প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে দিয়ে থাকেন। তেমনই অনেক প্রকল্পে দেওয়া হয় এক কালীন টাকা।

413

এবার সকল প্রকল্পের মধ্যে আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তরুণের প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার।

513

সমাজের নারীদের আর্থিক ভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন মমতা সরকার। সে কারণে প্রতি মাসে ১০০০ এবং তপসিল মহিলাদের ১২০০ টাকা করে দিয়ে থাকেন।

613

ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে দেওয়া হচ্ছে ভাতা। তবে, এবার বাতিল হল পুরনো কিছু অ্যাকাউন্ট।

713

কয়টি নিয়ম না মানলে নতুন বছর থেকে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার। জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

813

যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে তারাই একমাত্র পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

913

সিঙ্গেল অ্যাকাউন্ট হলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। আর কোনও জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাবে না।

1013

আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার।

1113

চাকরি করলে কিংবা অন্য কোনও সরকারি সুবিধা যারা পান তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে নতুন বছর থেকে।

1213

তপসিলি উপজাতির মহিলাদের সার্টিফিকেট জমা দিতে হবে। তা না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার।

1313

বর্তমানে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যারা সরকারি সকল নিয়ম মানছেন না তাদের ভাতা বন্ধ হতে পারে বলে খবর।

Share this Photo Gallery
click me!

Latest Videos