কলকাতায় ৪৩টি পয়েন্ট থেকে বের হবে রামনবমীর মিছিল, কোন কোন রুটে হবে মিছিল, রইল সময়সূচীও

Published : Apr 05, 2025, 10:41 AM IST
ramnavami

সংক্ষিপ্ত

রবিবার কলকাতা শহরে রামনবমীর ৪৩টি মিছিল বের হবে। মিছিলগুলির মধ্যে কিছু বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির উদ্যোগে আয়োজিত। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে মিছিলগুলি শুরু হবে।

রবিবার শহর কলকাতার মোট ৪৩টি গুরুত্বপূর্ণ স্থান থেকে বের হবে রামনবমীর মিছিল। কোনও মিছিলের উদ্য়োক্তা বিশ্ব হিন্দু পরিষদ। আবার কোনও মিছিলের আয়োজক বিজেপি। রবিবার বিকেল চারট অথবা সন্ধ্যা ছটা নাগাদ শুরু হবে। রবিবার সকালেও হবে মিছিল। সব মিলিয়ে ৪৩টি পয়েন্ট থেকে বের হবে মিছিল।

সকাল ৯টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসঙা কেন্দ্র ভবানীপুর থেকে মিছিল বের হবে। যাবে রায় স্ট্রিট পর্যন্ত। এর পাশাপাশি ইএমন বাইপাস সংলগ্ন অভিষিক্তার সামনে গিয়ে বের হয়ে কসবাব অ্যাক্রপলিস মল পর্যন্ত যাবে। এই দুটো মিছিল শুরু হবে রবিবার সন্ধ্যা ৬টার সময়। বিকেলে রামনবমী মিছিল বের হবে উত্তর কলকাতা। বরানগর থেকে যাবে কাশিপুর পর্যন্ত। তেমনই আরিয়া দহ থেকে ডানলপ পর্যন্ত একটি মিছিল হবে।

পাইকপাড়া থেকে নর্দান পার্ক পর্যন্ত চলবে মিছিল। রামলীলা ময়দান শিয়ালদহ ও নিউমার্কেট এলাকা থেকে যে মিছিলগুলো বের হবে সেগুলো এন্টালি ও চৌড়াঙ্গী পর্যন্ত চলবে। রবিবার বিকেলে ৫টা এবং সন্ধ্যা ৬ টা নাগাদ হবে।

কলকাতার পশ্চিমে মালাপাড়া থেকে একটি মিছিল বের হবে যেটা নিমতলা শ্মশানঘাট পর্যন্ত হবে মিছিল।উল্টোডাঙ্গা থেকে একটি মিছিল বের হবে। সেই মিছিল শেষ হবে বেলেঘাটায়। সল্টলেকে নিউ টাউনের সিভি ব্লক থেকে মিছিল বের হবে সল্টলেকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংলগ্ন ২ নম্বর ট্যাংকের সামনে থেকে মিছিল শুরু হবে।

সুকান্ত নগর থেকে হাতিয়ারা লোকনাথ নগর থেকে, হরিচাঁদ নগর থেকে রাজেশ্বরী নগর থেকে দমদম বালাজি মন্দিরের সামনে থেকে মিছিল হবে। আবার দমদমে বালাজি মন্দিরের সামনে থেকে যেমন মিছিল বের হয় তেমনই মিছিল হবে। এদিকে মিছিল হবে ফতেপুর থেকে মুদিয়ালি, আখরা ফটক এলাকা থেকে, রাজাবাগান থেকে, সন্তোষপুর থেকে খিদিরপুর, হেস্টিংস থেকে, মেটিয়া বুরুজ থেকে। ব্যানার্জি হাট, আর্য বিদ্যামন্দির ভবানীপুর, বেহালা, অক্সিটাউন, করুণাময়ী ও ঠাকুরপুকুর থানার সামনে থেকে হবে রামনবমীর মিছিল। এমনই মোট ৪৩টি স্থান থেকে হবে মিছিল।  

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের