তালজ্ঞান তৈরি হয়েছে একেবারে ওস্তাদের মতো। ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের গানের সঙ্গে দুর্দান্ত তাল-সঙ্গত করে ঢোল বাজাচ্ছে এই খুদে শিশু।
বয়স মাত্র ৩ বছর, মুখে তখনও স্পষ্ট ফোটেনি কথা। কিন্তু, তালজ্ঞান তৈরি হয়েছে একেবারে ওস্তাদের মতো। ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের গানের সঙ্গে দুর্দান্ত তাল-সঙ্গত করে ঢোল বাজাচ্ছে এই খুদে শিশু। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।