আজ রাজ্য বাজেট পেশ। বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। জনমুখী না কি আর্থিক স্বাস্থ্যের উপর জোর? কোনদিকে পাল্লা ভারি থাকবে, জেনে নিন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

12:42 PM (IST) Feb 12
বেঙ্গালুরু বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনে বোমা হুমকি। কর্ণাটকের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ার ইন্ডিয়ার বিমানে ইমেলের মাধ্যমে বোমা হুমকি দেওয়া হয়েছে, এমনই জানা গিয়েছে সরকারি সূত্রে। তা নিয়ে দায়ের হল এফআইআর।
11:59 AM (IST) Feb 12
'ওবিসি নিয়ে জট পাকিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী'। 'এই মুখ্যমন্ত্রী কোনদিনও চাকরি দিতে পারবেন না'। 'তাই মুখ্যমন্ত্রী কাশফুল থেকে বালাপোশ বানাতে বলছেন'। 'কচুরিপানা থেকে কার্পেট বানাতে বলছেন'। 'কখনো মুড়ি-ঘুগনি, কখনো চপ বিক্রি করতে বলছেন'। 'কখনো চা-বিস্কুট বিক্রি করতে বলছেন মুখ্যমন্ত্রী'। 'মুখ্যমন্ত্রী নিজেকে সংশোধন করতে পারবেন না'। বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
11:57 AM (IST) Feb 12
প্রয়াগরাজ মহাকুম্ভ (Prayagraj Mahakumbh 2025) থেকে স্নান সেরে ফিরছিলেন তীর্থযাত্রীরা। তাদের বহনকারী বাসের বড় দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাটি পালি দেসূরি-চারভুজা নাল রাস্তায় মধ্যরাতের পর ঘটে। বাসটি পাঞ্জাব মোড়ে ব্রেক ফেল হওয়ার কারণে উল্টে যায়, যার ফলে ৪৬ জন যাত্রীর মধ্যে ৩০ জনেরও বেশি আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
11:47 AM (IST) Feb 12
আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পেস বোলিং বিভাগ নিয়ে সমস্যায় ওডিআই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের পর সরে গেলেন মিচেল স্টার্কও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ
11:23 AM (IST) Feb 12
ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের,। জানা গিয়েছে, শব-এ-বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি আলাদা করা হয়েছে। আগে এই দুটি অর্থাৎ শব-এ-বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি একদিনে ছিল। পরে তা হল পরিবর্তন।
10:53 AM (IST) Feb 12
নিয়োগ দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী। 'নিয়োগ দুর্নীতির প্রধান মাথা মমতা বন্দ্যোপাধ্যায়'। '২৬ হাজারের মধ্যে ৫৮৯০ জল'। 'মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছিল'। 'মুখ্যমন্ত্রী ও তার ক্যাবিনেট দুর্নীতির মাথা'। বিজেপির সরকার হলে পুরো ক্যাবিনেট জেলে যাবে'। বিস্ফোরক শুভেন্দু অধিকারী
10:29 AM (IST) Feb 12
বুধবার সাতসকালে আগুন লেগে গেল শিয়ালদায় দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে। আগুন লাগে ট্রেনের ওভারহেড তার থেকে। যার জেরে তুমুল আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মনে। এই ঘটনা দেখে দৌড়াতে দেখা যায় একাধিক যাত্রীকে। আজ ভোর ৪টা ১০ মিনিট নাগাদ ওই আগুন লক্ষ করেন রেলকর্মীরা। ট্রেনের কামরায় তখন যাত্রী ছিলেন না। কারণ ট্রেনে করে এসে যাত্রীরা যে যার গন্তব্যে চলে যান। পূর্ব রেল সূত্রে খবর, ভোর ৪টে ১০ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। কিন্তু হঠাৎ সেখানে দেখা যায় আগুন।
09:40 AM (IST) Feb 12
বাজেটে মমতা সরকারের ভাতা নিয়ে কী কী ঘোষণা হয় তা জানতে আগ্রহী সকলে। এবার বাড়তে চলছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে রাজ্য বাজেটে। শোনা যাচ্ছে, বরাদ্দ করা হয়েছে ১৫ কোটি টাকা।
09:34 AM (IST) Feb 12
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বেশ কিছু রাজ্যে। পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশে দু-এক জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা তুষারপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে।
09:17 AM (IST) Feb 12
বিধানসভায় আজ, বুধবার রাজ্য বাজেট পেশ করার কথা অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিধানসভায় বাজেট পেশ হওয়ার আগেই দানা বাঁধতে শুরু করেছে আগাম রাজনৈতিক বিতর্কও। আগামী বিধানসভা নির্বাচনের আগে আম জনতার মন জয়ে আরও কিছু ঘোষণার হাতছানি এবং সে সবের খরচ টানার জন্য রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির সংস্থানের প্রশ্ন সঙ্গে নিয়েই পেশ হতে চলেছে এ বারের রাজ্য বাজেট।