
পুজোর উদ্বোধনে গিয়ে জিএসটি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন জিএসটি কার্যকর হওয়া নিয়ে এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তার ঘণ্টা দেড়েক পরেই পুজো উদ্বোধন যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি কেন্দ্রের মোদী সরকারের তুলোধনা করেন। মমতা বলেন, 'GST র কৃতিত্ব রাজ্য সরকারের। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও কৃতিত্ব বা অবদান নেই। '
মমতা জিএসটি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন। তিনি বলেন, 'কাটল টাকা আমাদের, প্রচুর হচ্ছে ওঁদের।' তিনি রাজ্যের একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র বকেয়া রেখেছে বলেও অভিযোগ করেন। রবিবার মহালয়ার দিনই শহরের একাধিক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি সেলিমপুর পল্লীর দুর্গাপুজো উদ্বোধন করেন। তারপরে আরও একাধিক পুজো উদ্বোধন করেন। মমতা এদিন শারদ উৎসবের সব রেকর্ড ভেঙে ৩০০০ পুজো উদ্বোধন করবেন বলেও শোনা যাচ্ছে।
দেশবাসীকে নবরাত্রিরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর, সোমবার নবরাত্রিরের প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পণ্য ও পরিষেবা কর বা GST কার্যকর হবে। আগেই ঘোষণা করা হয়েছিল এই দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেখানেই মোদী নতুন জিএসটি কার্যকরের কথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,' বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে ভিবিন্ন বিদেশী পণ্য় জুড়ে গিয়েছে। এর তেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে হবে। প্রতিটি বাড়িকে স্বদেশী পণ্যের প্রতীক বানাতে হবে, প্রতিটি দোকানকে স্বদেশী পণ্য়ে সাজাতে হবে'। তিনি দেশবাসীর কাছে গর্বের সঙ্গে স্বদেশী পণ্যের কেনাবেচা করার আহ্বান জানান তিনি। প্রতিটি রাজ্যে স্বদেশী পণ্যের উৎপাদনের গতি আরও বৃদ্ধি করার জন্যও রাজ্য সরকারগুলিকে পরামর্শ দেন তিনি। বিনিয়োগের পরিমর্শ দেন তিনি। মোদী বলেন, 'কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এগোলে, তবেই আত্ম নির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।'