বাংলার বাজেটে ৫০,০০০ চাকরির ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! কোথায় হবে নিয়োগ?

Published : Feb 04, 2025, 12:07 PM IST

পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা ভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এবার জানা যাচ্ছে আসন্ন রাজ্য বাজেটে হাজার হাজার কাজের ঘোষণা করা হতে পারে সরকারের তরফ থেকেই। কারা পাবেন চাকরি, কোথায় হবে কর্মসংস্থান, জেনে নিন।

PREV
115

এমাসের ১ তারিখেই প্রকাশ্যে এসেছে ইউনিয়ান বাজেট। শীঘ্রই রাজ্যের বাজেটও ঘোষণা করা হবে। তবে তার আগেই এল বড় খবর।

215

রাজ্যে বেকার ছেলে মেয়েদের সংখ্যা যে বাড়ছে সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা বা সমালোচনা চলছে।

315

তবে এবার জানা যাচ্ছে। প্রায় ৫০,০০০ নিয়োগের ঘোষণা হতে পারে।

415

কোন বিভাগে হবে নিয়োগ? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

515

পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা ভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

615

ইতিমধ্যেই নতুন আইটি হাব তৈরী করা হয়েছে যেখানে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে।

715

তবে এবার জানা যাচ্ছে আসন্ন রাজ্য বাজেটে হাজার হাজার কাজের ঘোষণা করা হতে পারে সরকারের তরফ থেকেই।

815

আর্থিক দিক খেয়াল রেখেই কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে।

915

কর্মী, সহকারী থেকে শুরু করে সুপারভাইজার পদে লোক নেওয়া হতে পারে। যেখানে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার সুযোগ পাবেন।

1015

এখানেই শেষ নয়, স্বাস্থ্য বিভাগেও ব্যাপক নিয়োগ হতে পারে। ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার, নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারে।

1115

তাছাড়া দীর্ঘদিন রাজ্যের নিরাপত্তা বাহিনীতেও নিয়োগ হয়নি। নতুন করে সিভিক ভলিন্টিয়ার, ভিলেজ পুলিশ থেকেই শুরু করে হোমগার্ড পদের জন্যও নিয়োগ করা হবে। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক যুবকদের চাকরি মিলবে।

1215

রাজ্যের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ নিয়োগ কার্যত বন্ধ। নতুন করে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে একাধিক মামলার জেরে অথচ সরকারি স্কুলে শিক্ষকের অভাব স্পষ্ট।

1315

এমতাবস্থায় চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা নিয়োগ করা হতে পারে। ফলে শিক্ষিত যুবক যুবতীরা একদিকে যেমন কাজ পাবেন তেমনি তাদের সরকারি কাজের অভিজ্ঞতাও পাওয়া হবে।

1415

এছাড়াও গ্রামোন্নয়ন, জল সরবরাহ, পর্যটন শিল্প থেকে শুরু করে আইনি দফতরগুলিতেও নিয়োগ হতে পারে।

1515

এবারের বাজেটে যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে সেটা স্পষ্ট। তবে কত চাকরির ঘোষণা হয় আর কিভাবে সেই নিয়োগ হবে সেটাই এখন দেখার বিষয়।

Read more Photos on
click me!

Recommended Stories