
Crime News: সপ্তাহের প্রথম দিন সাতসকালে খাস কলকাতায় শুটআউট । সোমবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর এলাকায় একটি ক্লাবের সামনে চলল গুলি । এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা । পিঠে গুলি লাগে ওই মহিলার । তাঁকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় । আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে তাঁর । এদিকে ঘটনার ঘন্টা তিনেকের মধ্যেই গুলিকাণ্ডের রহস্যের কিনারা করে ফেলল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক দুস্কৃতীকে। ধৃতের নাম বাবলু ঘোষ। পিটিএসের কাছে গাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা ওই যুবকের প্রেমিকা। এদিন সকালে প্রেমিকাকে গুলি করে ভাড়াবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গাড়ি করে পালানোর ছক কষছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। তার আগেই পুলিশের জালে অভিযুক্ত যুবক।
এদিকে সাতসকালে এমন কাণ্ডের জেরে তীব্র আতঙ্ক এলাকায় । ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ । সকালে হরিদেবপুরের একটি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন মৌসুমী হালদার নামে পঞ্চাশোর্ধ্ব এক মহিলা । আচমকাই তাঁর উপর হামলা চালায় জনা দুই দুষ্কৃতী । পিছন থেকে বাইকে করে এসে মৌসুমীদেবীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা । রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৌসুমীদেবীর ছেলে ঘটনাস্থলের অদূরেই ছিলেন । তিনিই মাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান । খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
ছেলে কাছে থাকায় তিনিই মাকে তুলে নিয়ে গিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেন । চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, পঞ্চাশোর্ধ্ব মহিলার অবস্থা কিছুটা আশঙ্কাজনক । হরিদেবপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে শুটআউটের ঘটনা। তবে পুলিশি তদন্তে নেমে পরে জানা যায় যে, প্রণয়ঘটিত সম্পর্কের জেরে এই কাণ্ড ঘটিয়েছে ওই যুবক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।