আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হল কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে। তাঁর পরিবর্তে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন মনোজ কুমার বর্মা। বর্তমানে তিনি ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কনিশনারেক দায়িত্ব সামলেছেন। মঙ্গলবার থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
মনোজ কুমার বর্মা ১৯৯৮ সালের ব্যাচের আইপিএস অফিসার। ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম। রাজস্থানের সওয়াই মাধোপুরের জন্মগ্রহণ করেন। ইন্জিনিয়রিং নিয়ে পড়াশুনা করেছেন। ২০১৯ সাল পর্যন্ত দার্জিলিংএর আইজি ছিলেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্বও সামলেছেন। ভাটপাড় কাঁকুনাড়া গোলমালের সময় তাঁকে সেখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট বলয়ে চলাফেরা মনোজ কুমার বর্মা। বাম আমলে তিনি পশ্চিম মেদিনীপুরের মত গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার ছিলেন। জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ সামলানোর অভিজ্ঞতা রয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দায়িত্ব পালন রছেন। ২০১৭ সালে মোর্চার আন্দোলনের সময় দার্জিলিং আইজি ছিলেন।
অন্যদিকে কলকাতা সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠান হচ্ছে এডিজি (এসটিএফ) পদে। আরজি কর হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় বিনীত কুমার গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যএকটি দাবি ছিল বিনীত কুমারকে কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়া। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই নিয়ে বৈঠকও হয়েছিল। সেখানেই বিনীত গোয়েলকে সরানো পাকা হয়ে যায়। ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার নবান্ন থেকে কলকাতার নতুন নগরপাল হিসেবে ঘোষণা করা হয় মনোজ বর্মার নাম।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।