
Kolkata Fire News: আনন্দপুর এর পর মল্লিক বাজারে আগুন আতঙ্ক। দিনের ব্যস্ত সময়ে মল্লিক বাজারের একটি আবাসনের তৃতীয় তলায় আগুন লাগে। এদিন দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের তরফে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও ঘটনাস্থলে রয়েছে স্থানীয় থানার পুলিশ। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
অন্যদিকে, সোমবার ভোররাত থেকে জ্বলছে দক্ষিণ কলকাতার আনন্দপুরের মোমো কারখানা। সোমবার বেলা ২ টো পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল আধিকারিকরাই বলছেন, ভিতরে আরও তিন জায়গায় পকেট ফায়ার দেখতে পাচ্ছেন তাঁরা। আগুনে ঝলসে ইতিমধ্যেই ৩ জনের মৃ্ত্যুর খবর সামনে এসেছে। নিখোঁজের সংখ্যা বাড়ছে ক্রমেই। এখনও পর্যন্ত ১৬ জন নিখোঁজের নাম নথিভুক্ত করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্ততপক্ষে ভিতরে ৩০ জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এখনও অনেকের আটকে থাকার সম্ভাবনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, বিগত কয়েক মাসে পরপর বড় বড় অগ্নিকাণ্ডের সাক্ষী কলকাতা। এর আগে বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত ১৮ ডিসেম্বর রাতের অন্ধকারে কলকাতা ইকোপার্ক সংলগ্ন ঘুনি ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও রাত পেরিয়ে বৃহস্পতিবার ভোরেও চলেছিল আগুন নেভানোর কাজ।
ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই এলাকা ঘিঞ্জি ও ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণেও বেগ পেতে হয় দমকলকর্মীদের। ঘুনি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও ঘনঘন সিলিন্ডার বিস্ফোরণ এবং সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।