দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট! সাত সকালে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছুটল দমকল

Published : Dec 05, 2025, 11:42 AM ISTUpdated : Dec 05, 2025, 11:46 AM IST
Fire Accident‌

সংক্ষিপ্ত

খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে দমকল সূত্রে খবর। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিপাশ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একে একে বের করে আনছেন বাসিন্দাদের।

কলকাতার গুলশন কলোনীতে বহুতলে ভয়াবহ আগুন। শহরের অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরের গুলশন কলোনি। জানা যাচ্ছে, বাড়ির নীচের তলায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, দোতলা থেকে কোনওমতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ওই বহুতলে অনেক মানুষ বসবাস করেন। চলছে ফ্ল্যাট খালি করার কাজ। শুক্রবার সকালে আচমকাই আগুন লেগে যায় দক্ষিণ কলকাতার এই কলোনি এলাকায়।

খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে দমকল সূত্রে খবর। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিপাশ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একে একে বের করে আনছেন বাসিন্দাদের। একটি ফ্ল্যাট থেকেই আগুনের সূত্রপাত। তবে যেহেতু বহুতলে অনেক মানুষ বসবাস করেন, তাই আশঙ্কা একটা থেকেই যায়। এক্ষেত্রেও কোনও ঝুঁকি নিচ্ছেন না দমকলকর্মীরা। এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই বহুতলে বলে খবর।

আনন্দপুরের এই এলাকা ঘন জনবসতিপূর্ণ । তাই আগুনের জেরে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঝলসে কালো হয়ে গিয়েছে বাড়িটি। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রবিবারের মেট্রোর সময়সূচিতে বড় বদল, খুব সকাল থেকেই শুরু হবে পরিষেরা, দেখুন টাইমটেবিল
তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর, পাল্টা দল তৈরি হুমকি দিলেন বিধায়ক