ভুলে যান মেট্রোয় টিকিটের লাইন! এবার কম দামে ঘরে বসেই হাতে পাবেন টিকিট! কীভাবে? জেনে নিন

Published : Aug 28, 2025, 04:09 PM IST
Metro In Ghaziabad

সংক্ষিপ্ত

কিউআর এর মাধ্যমে কাটা যাবে মেট্রোর টিকিট। নিত্য যাত্রীদের ব্যস্ত সময়গুলিতে ভিড় কমাতে এবং টিকিট কাউন্টারগুলিতে চাপ কমাতে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রো।

এবার চালু হলো মেট্রো এ নতুন পরিষেবা। খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়ার জন্য অফিস-যাত্রীদের নিত্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা হলো কলকাতা মেট্রো। তবে প্রতিদিন অতিরিক্ত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের নাজেহাল হতে হয়। যার ফলে কলকাতা মেট্রো দুর্গাপুজোর আগেই যাত্রীদের জন্য নিয়ে এলো নতুন পদ্ধতি। এবার সুখবর শোনাল কলকাতা মেট্রো।

কিউআর এর মাধ্যমে কাটা যাবে মেট্রোর টিকিট। নিত্য যাত্রীদের ব্যস্ত সময়গুলিতে ভিড় কমাতে এবং টিকিট কাউন্টারগুলিতে চাপ কমাতে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রো। এর আগে কলকাতা মেট্রো অ্যাপটির নাম ছিল মেট্রো রাইড কলকাতা। তবে বর্তমানে সেই নাম বদলেই আমার কলকাতা মেট্রো রাখা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানান, এবার অনলাইনে অর্থাৎ আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। 

মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রোর টিকিট মূল্য ১০ টাকা। তবে যদি তা অনলাইনে কাটা হয় সেক্ষেত্রে এবার থেকে এই ভাড়ার উপর ৫ শতাংশ ছাড় বসিয়ে টিকিটটি ৯ টাকা ৫০ পয়সায় পেয়ে যাবেন যাত্রীরা। সেক্ষেত্রে যদি টিকিটের মূল্য ২০ টাকা হয় তবে এই ছাড়ের পরিমাণ দিয়ে দাঁড়াবে ১ টাকায়। এই নতুন ব্যবস্থা চালু হওয়ায় আমার কলকাতা মেট্রো অ্যাপ এর মাধ্যমে অনলাইনে কাটা যাবে এই ই টিকিট। স্টেশনে পৌঁছানোর আগেই এই পদ্ধতিতে টিকিট কেটে নিতে পারবেন নিত্যযাত্রীরা। এই পদ্ধতিতে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় মিলবে। সেই সঙ্গে বাঁচবে সময়ও। 

ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার মেট্রো অ্যাপে প্রায় কিউআর পদ্ধতিতে টিকিট কেটেছেন ২৩,৪৮২ জন যাত্রীরা। কলকাতা মেট্রো এই উদ্যোগ যথেষ্ট সাফল্যমন্ডিত হতে চলেছে নিত্য যাত্রীদের জন্য। এতে সময়ও বাঁচবে আর হবে সাশ্রয়ও।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ