ফের শহরে রহস্য মৃত্যু! বন্ধ ফ্ল্যাট থেকে মিলল তরুণীর ঝুলন্ত দেহ, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ

Published : Aug 01, 2024, 09:19 AM IST
Murder

সংক্ষিপ্ত

ফের শহরে রহস্য মৃত্যু! বন্ধ ফ্ল্যাট থেকে মিলল তরুণীর ঝুলন্ত দেহ, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ

ফের শহর কলকাতায় রহস্যমৃত্যু। ২৪ বছরের এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে তিলোত্তমায়। এই তরুণী নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন এই তরুণী। তবে তরুণীর দেব খুঁজে পাওয়ার পর থেকেই নিখোঁজ যুবক। তরুণীকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত তরুণীর নাম মিনা কোয়ার বলে জানা গিয়েছে। একটি পানশালায় কাজ করতেন মিনা। গলায় দড়ি দিয়েই আত্মহত্যা করেছে মিনা বলে জানা গিয়েছে। বোনের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই ফোন কেটে দেয় মিনা। তারপর থেকেই আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর বোন। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এরপর পুলিশে খবর দেয় মিনার প্রতিবেশীরা। সব শেষে পুলিশ এসে তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে তিলজলা থানার পুলিশ। তবে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হলেও তাঁর গলায় আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?