ভোটের আগে নবান্নের মাস্টারস্ট্রোক, রাজ্যের ১০৯ ইন্সপেক্টরকে অন্যত্র বদলির নির্দেশ

Published : Jan 31, 2026, 07:17 AM IST
nabanna

সংক্ষিপ্ত

Kolkata Police: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাস চারেকও বাকি নেই। তার আগেই রাজ্য পুলিশের বিভিন্ন পদে ব্যাপক রদবদল। কে কোথায় বদলি হলেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kolkata Police: ভোটের আগে নবান্নের মাস্টারস্ট্রোক! ফের রদবদল রাজ্য পুলিশে। ১০৯ ইন্সপেক্টরের বদলির নির্দেশ নবান্নের। বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের আগে ফের রদবদল রাজ্য পুলিশের। রাজ্যের ১০৯ ইন্সপেক্টরের বদলি। একাধিক জেলা পুলিশ ও কমিশনারেট এর ইন্সপেক্টরের রদবদল। ১০৯ জন ইন্সপেক্টর-স্তরের অফিসারকে পশ্চিমবঙ্গ পুলিশে বদলি করা হয়েছে। 

ভোটের আগেই রাজ্য পুলিশে রদববদল:-

বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডুকে ব্যারাকপুরে এসবি বিভাগে বদলি করা হয়েছে। রাণীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তকে চন্দননগরে বদলি করা হয়েছে।

বিপ্লব পতি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পুনরায় ফিরে এসেছেন। দক্ষিণ দিনাজপুর থানার গঙ্গারামপুরের আইসি-কে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা বা এসিবি-র ইনস্পেক্টর করে আনা হয়েছে। দার্জিলিং সদর থানার আইসি শুভ্র সান্যালকে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানার আইসি পদে বদলি করা হয়েছে। বারাসত পুলিশ ডিভিশনের আমডাঙা থানার আইসি পদে ছিলেন রাজকুমার সরকার। তাকে রানাঘাট পুলিশ ডিভিশনের নাকাশিপাড়ার সার্কল ইনস্পেক্টর করে পাঠানো হয়েছে। আরও বিভিন্ন জায়গায় এই পুলিশ পদে রদবদল করা হয়েছে।

অন্যদিকে, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন আইপিএস অফিসার পীযুষ পাণ্ডে। এ ছাড়াও কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস অফিসার সুপ্রতিম সরকার। এডিজি (আইনশৃঙ্খলা)-র দায়িত্ব দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে মনোজ বর্মাকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বা ডিরেক্টর অফ সিকিউরিটির পদে। 

পীযূষ পান্ডে বর্তমানে মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে রয়েছেন। এডিজি (এসটিএফ) হলেন জাভেদ শামিম। সুপ্রতিম সরকার এতদিন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন শহর কলকাতার দায়িত্ব।

 প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই রাজ্যে ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি তিন জন ডব্লিউবিপিএস-ও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: IND vs NZ 5th T20 - সিরিজ পকেটে! তবু পঞ্চম টি-২০ ম্যাচে জিততে চায় ভারত, সম্মানের লড়াই নিউজিল্যান্ডের
বিধানসভা ভোটের আগে বঙ্গে বিজেপির হালহকিত কেমন? নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় অমিত শাহ