Narendra Modi: কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোমবার বিশেষ কর্মসূচি বিজয় দুর্গে

Published : Sep 15, 2025, 02:37 AM IST
narendra modi visit kolkata

সংক্ষিপ্ত

Narendra Modi: দেশের স্থল, জল এবং আকাশ, অর্থাৎ তিন বাহিনীর প্রধানদের এবং গুরুত্বপূর্ণ কর্তাদের নিয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখলেন কলকাতায়। “যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫"-এর উদ্বোধন করতে শহরে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi kolkata visit today)। সোমবার থেকে কলকাতার বিজয় দুর্গে তথা ফোর্ট উইলিয়ামে শুরু হতে চলেছে তিনদিনের সেনাপতি সম্মেলন (prime minister of india visit today)। 

কী হবে এই বিশেষ সম্মেলনে?

দেশের স্থল, জল এবং আকাশ, অর্থাৎ তিন বাহিনীর প্রধানদের এবং গুরুত্বপূর্ণ কর্তাদের নিয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে উন্নত সমন্বয়, আধুমিক প্রযুক্তির উপযুক্ত ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সর্বোচ্চ স্তরের পক্ষ থেকে মতামত আদানপ্রদান ও আলোচনা হবে এই সম্মেলনে।

রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁকে এদিন বিমাবন্দরে স্বাগত জানান। গত দুদিন ধরে প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারতে সফর করছিলেন। 

 

 

এদিকে শনিবার তাঁর কর্মসূচি ছিল মিজ়োরাম এবং মণিপুরে। এরপর রবিবারের অনেকটা ছিলেন আসামে। সেখান থেকেই সন্ধ্যায়, সোজা কলকাতা চলে আসেন মোদী। রবিবার রাতে, রাজভবনে রয়েছেন প্রধানমন্ত্রী। তারপর সোমবার সকালে, বিজয় দুর্গে যাবেন এবং উদ্বোধন করবেন দেশের তিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তাদের নিয়ে সংগঠিত এই সর্বোচ্চ স্তরের সম্মেলন।

কারা কারা থাকছেন?

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে থেকে জানিয়ে দেওয়া হয়, কলকাতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর সর্বাধিনায়ক (সিডিএস) অনিল চৌহান। এছাড়াও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য মন্ত্রকের সচিবদেরও এই সম্মেলনে থাকার কথা বলে জানা গেছে।

আর সেই সম্মেলন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী পা রাখলেন কলকাতায়। রাতে রাজভবনে থাকবেন। এরপর সকালে সেখান থেকেই সয়া চলে যাবেন বিজয় দুর্গে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগেই কলকাতায় চলে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের