ফের মাথা চাড়া দিচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট, বাংলায় আক্রান্ত একসঙ্গে ৩০ জন!

করোনার দাপট কমলেও তা যে পুরোপুরি বিলুপ্তি হয়নি তা আরো একবার প্রমাণিত। আর তারই ফলস্বরূপ এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট রূপে হাজির KP.2. বিগত কয়েক মাসে এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। 

মাথা চাড়া দিয়েছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট। একসঙ্গে বাংলার বুকে ৩০ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকেও করোনার এই নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তবে গত চার মাসে বাংলা থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য বেশ কিছু নমুনা পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসতেই দেখা যায় বাংলা থেকে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন।

করোনার দাপট কমলেও তা যে পুরোপুরি বিলুপ্তি হয়নি তা আরো একবার প্রমাণিত। আর তারই ফলস্বরূপ এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট রূপে হাজির KP.2. বিগত কয়েক মাসে এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। জানা যাচ্ছে এই KP.2 আসলে ওমিক্রনের সাব ভ্যারিয়ন্ট।

Latest Videos

যদিও এই নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই KP.2-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন।

পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমেরিকায় এখনও পর্যন্ত সবথেকে বেশি ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর গত মার্চ মাসে ভারতে প্রথম এই ভাইরাস থাবা বসায় মহারাষ্ট্রে। তবে বিশেষজ্ঞদের মতে KP.2 নিয়ে উদ্বেগের কিছু নেই। শোনা যাচ্ছে এই ভাইরাসের উপসর্গ হিসাবে দেখা যাচ্ছে হাঁচি,কাশি,গলা ব্যথা,সর্দি জ্বর,মাথা ভার হয়ে থাকা ক্লান্তি ভাব এই সব কিছুই।

করোনার অভিঘাত কমেছে, ঢেউয়ের উচ্চতাও কমেছে ধীরে ধীরে, কিন্তু করোনা বারবার ফিরছে বিভিন্ন রূপে। এবারে তার নতুন রূপ KP.2।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কেপি ডট টু-এ আক্রান্ত হয়েছেন বহু মানুষ। যদিও এখনই উদ্বেগের কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today