
শীতের মরশুমে চলচ্চিত্র উৎসব থেকে বইমেলা- এই সব নিয়ে প্রতি বছরই অধীর অপেক্ষায় করে থাকে শহরবাসী। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র উৎসব। তেমনই সারা শীত জুড়ে নানান মেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। আর এবার বইমেলার পালা। চলতি মাসেই শহরে অনুষ্ঠিত হবে বইমেলা। তবে এবার কলকাতা বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন। গতমাসেই মিলেছিল এর আভাস। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা করে দিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।
২০২৪ সালের অগস্টে বাংলাদেশে শেষ হাসিনার সরকারের পতনের পর থেকে দিল্লি-ঢাকা সম্পর্কের এক টানাপড়েন সৃষ্টি হয়েছে। উদ্ভূত চাপানউতরের মাঝে গত বছরও বইমেলায় অংশগ্রহণ করেনি বাংলাদেশ। ১৯৯৬ সাল থেকে ধারাবাহিক ভাবে কলকাতা বইমেলায় অংশ নিয়ে এসেছে বাংলাদেশ কিন্তু গত বছর থেকে তার বদল হয়। তবে এবার ৪৯ কম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে থাকছে না বাংলাদেশ।
সোমবার সাংবাদিক বৈঠকে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় হলেন, ২০২৫ সালে তারা অংশগ্রহণ করেনি। এবারও করবে না। কোনও জায়গা থেকে সবুজসংকেত আসেনি।
শেষ ২০২৪ সালে বইমেলায় অংশ নিয়েছিল বাংলাদেশ। তখন তাদের প্যাভিলিয়নই সেরা প্যাভিলিয়নের সম্মান পেয়েছিল। তবে এবছর বাংলাদেশের কোনও প্রকাশনাকেই দেখা যাবে না বইমেলায়। এমনই জানা গিয়েছে। চলতি বছরে থাকছে ১০০০-রও বেশি স্টল। সরাসরি এবং যৌথ ভাবে অংশ নিচ্ছে প্রায় ২০টি দেশ।
প্রসঙ্গত চলতি মাসে ২২ তারিখ থেকে শুরু হচ্ছে বইমেলা। ওই দিন বিকেলে সল্টলেক বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবারের থিম দেশ আর্জেন্টিনা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউসিনো এবং আর্জেন্টিনীয় সাহিত্যিক গুস্তাবো কানসোব্র। সঙ্গে থাকবে সকল বিশিষ্টরা। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এবারের বইমেলা। এবার প্রায় ২০টি দেশ অংশ নেবে এই উৎসবে।