Published : Jan 25, 2025, 06:42 AM ISTUpdated : Jan 25, 2025, 07:35 AM IST
জানুয়ারির মাঝামাঝি থেকে শীত বিদায় নেওয়ার প্রস্তুতি নিলেও, আবার ফিরছে শীত। এক ধাক্কায় তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। ফের ফিরছে শীত।
210
জানুয়ারির মাঝামাঝি থেকে শীত বিদায় নেওয়া প্রস্তুতি নিয়েছে বলা চলে। শেষ এক সপ্তাহ ধরে ধীরে ধীরে কমছে শীতের আমেজ।
310
এবার বিদায় বেলায় ফের আসছে শীত। জাঁকিয়ে শীত পড়তে পারে। এক ধাক্কায় শীত কমবে ৪ ডিগ্রি পর্যন্ত।
410
আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলা যেমন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় থাকবে শুষ্ক আবহাওয়া।
510
তেমনই উত্তরবঙ্গের জেলা যথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টি হবে না।
610
মঙ্গলবার কালিম্পং ও দার্জিলিং-এ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে না। ফলে বাড়তে পারে ঠান্ডা।
710
শনিবার অর্থাৎ আজ সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে কুয়াশা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
810
উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঢাকা থাকবে কুয়াশায়।
910
আজ কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার এক বা দুই অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
1010
আজ সর্বচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।