ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, সপ্তাহে টানা চার দিন বন্ধ রাজ্য সরকারি বিভিন্ন অফিস

Published : Feb 12, 2025, 11:20 AM IST

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জল্পনার মধ্যেই বেতন বৃদ্ধি এবং ছুটি বাড়ার খবর। শব-এ-বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি আলাদা হওয়ায় টানা চার দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি অফিস।

PREV
111

ফের খবরে রাজ্য সরকারি কর্মীরা। কদিন ধরে জল্পনা চলছে তাদের ডিএ নিয়ে।

211

মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি করবে তা জানতে আগ্রহী সকলে। তা নিয়ে দীর্ঘ জল্পনা হলেও সঠিক উত্তর মেলেনি।

311

এরই মাঝে প্রকাশ্যে এসেছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর। আর এবার মিলল আরও এক চমক।

411

জানা যাচ্ছে, ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, সপ্তাহে টানা চার দিন বন্ধ রাজ্য সরকারি অফিস।

511

সদ্য নতুন নির্দেশিকা সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে, শব-এ-বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি আলাদা করা হয়েছে।

611

আগে এই দুটি অর্থাৎ শব-এ-বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি একদিনে ছিল। পরে তা হল পরিবর্তন।

711

বর্তমানে শব-এ-বরাত-র ছুটি থাকবে বৃহস্পতিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর ছুটি থাকবে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি।

811

তারপরই আবার শনি ও রবি। এই শনি বার ও রবিবার বেশিরভাগ সরকারি অফিস বন্ধ থাকে।

911

ফলে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা চার দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

1011

অর্থাৎ চলতি সপ্তাহে মাত্র ৩ দিন অফিস করছেন রাজ্য সরকারি কর্মীরা।

1111

এদিকে ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ। তাই ১৩ ফেব্রুয়ারি বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশনে বসার কথা ছিল। ছুটির কারণে তা বালিত হল।

click me!

Recommended Stories