বিধানসভার নতুন বিধায়কদের রীতি নিতির পাঠ দেন সাংসদ ও বিধায়করা । শিক্ষক হিসাবে ছিলেন সাংসদ সৌগত রায়, বিজেপি বিধায়করাও যোগ দেন এই কোর্সে |
সোমবার বিধানসভার শুরু হল ওরিয়েন্টেশন কোর্স | বিধানসভার নতুন বিধায়কদের রীতি নিতির পাঠ দেন সাংসদ ও বিধায়করা । শিক্ষক হিসাবে ছিলেন সাংসদ সৌগত রায়, বিজেপি বিধায়করাও যোগ দেন এই কোর্সে | বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই কোর্সর প্রস্তাব দেন | বাজেট অধিবেশনকে সামনে রেখে এই কোর্স জানান বিমান বন্দ্যোপাধ্যায় | তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র খুশি এই ধরনের পাঠ পেয়ে |