কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতায় শীর্ষ আদালতে গিয়েছে কমিশন ও রাজ্য । সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যদি সত্যিই যান, তাহলে প্রমাণ হবে নির্বাচন কমিশন ও রাজ্য আলাদা কিছু না। তৃণমূল যা চাইছে, মুখ্যমন্ত্রী সেটা বলে দিচ্ছেন আর রাজীব সিনহা সেটাই করছেন।
কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতায় শীর্ষ আদালতে গিয়েছে কমিশন ও রাজ্য । সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যদি সত্যিই যান, তাহলে প্রমাণ হবে নির্বাচন কমিশন ও রাজ্য আলাদা কিছু না। তৃণমূল যা চাইছে, মুখ্যমন্ত্রী সেটা বলে দিচ্ছেন আর রাজীব সিনহা সেটাই করছেন। তিনি আরও জানান 'সেন্ট্রাল ফোর্স না আসে, তাহলে সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে না । আরও খুন হবে। ফোর্স না এলে ভাঙড়, বেলদা, নওদার মতো জায়গা ঠান্ডা হবে না। ভাঙড়ে রাজ্যপালের দেহরক্ষী বোমা কুড়িয়ে পেয়েছেন । দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, 'ছোটবেলায় আমরা যেমন আম কুড়াতাম, তেমন রাজ্যপালের দেহরক্ষী ভাঙড়ে বোমা কুড়াচ্ছেন।