Mediclaim New Rule: হাসপাতালে ভর্তি না থাকলেও মিলবে মেডিক্লেমের সুবিধা, জারি হল নয়া নির্দেশিকা

Published : Apr 22, 2025, 10:27 AM ISTUpdated : Apr 22, 2025, 12:10 PM IST

Mediclaim New Rule: ছোট অস্ত্রোপচারের জন্য এবার থেকে মেডিক্লেমের সুবিধা মিলবে। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন হাসপাতালে ভর্তি না থাকলে মেডিক্লেমের সুবিধা মিলত না।

PREV
110

আধ ঘন্টা হোক কিংবা ছোট কোনও অপারেশন (Operation) করলে কয়েক ঘন্টা পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় রোগীকে।

210

হাসপাতালে অন্তত ২৪ ঘন্টা না থাকলে এতদিন মিলত না মেডিক্লেমের (Mediclaim) সুবিধা। সে আপনি যত টাকা দিয়েই মেডিক্লেম করান না কেন।

310

কিন্তু এবার বদল হচ্ছ সেই নিয়ম। এবার থেকে ছোট অস্ত্রোপচারের জন্য দিতে হবে মেডিক্লেমের (Mediclaim ) সুবিধা। জানান হল স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বৈঠকে।

410

স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ডে কেয়ার সার্জারির জায়গাটায় একটি অত্যন্ত অস্বচ্ছ ব্যবস্থা ছিল।

510

…এতদিন ছোট সার্জারি করলে স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যেত না। যে কারণে কিছু বেসরকারি হাসপাতালে জোর করে রোগীকে ভর্তি করা হত।

610

তিনি আরও বলেন, …স্বাস্থ্যবিমা সংস্থাকে দেখানো হত রোগী ভর্তি হয়েছে। তার জন্য ডাক্তারবাবুকে দিয়ে লিখিয়ে নেওয়া হত ‘অ্যাডমিশনের দরকার’। তা দেখিয়ে দু দিনের বিল করে দিত বেসরকারি হাসপাতাল। আজকের বৈঠকে ইনসিওরেন্স সংস্থা আমাদের জানিয়েছে, ডে কেয়ার সার্জারিরও তার স্বাস্থ্যবিমার মধ্যে আনছে।

710

এদিন বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য কমিশনের সদস্য ডা. মাখনলাল সাহা, বিনোদ কুমার, সচিব আরশাদ হুসেন ওয়ারসি।

810

আর ছিলন ডা. মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় সহ ১১বিমা সংস্থার কর্তারা। ছিলেন টিপিএ (থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর)।

910

তেমনই গজ, তুলো, মাস্ক, সার্জিকাল গ্লাভস, ইঞ্জেকশনের সিরিঞ্জ এই সব কনসিউমেবেল আইটেম। এগুলোকে এবার আনা হবে মেডিক্লেমের আওতায়।

1010

এবার থেকে বদল হচ্ছে একাধিক নিয়ম। একদিকে যেমন হাসপাতালে ভর্তি না থাকলেও মিলবে মেডিক্লেমের সুবিধা। তেমনই বিভিন্ন কনসিউমেবেল আইটেমের টাকা দেবে সংস্থা।

click me!

Recommended Stories