সোমবার এসএসসি ভবন অভিযানে পুলিশকে লক্ষ্য ইট পাথর, সকেট বোমা! অডিও প্রকাশ পুলিশের

Published : Aug 17, 2025, 08:44 PM IST
Teachers stage a sit-in protest outside SSC office

সংক্ষিপ্ত

পুলিশের স্পষ্ট দাবি যে কথোপকথন পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে ইট পাথর এবং বোমা নিয়ে পুলিশকে আক্রমণ করবে আন্দোলনকারীদের মধ্যে থাকা দুষ্কৃতীরা। 

সোমবার চাকরিহারা শিক্ষকদের একাংশ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে। সুমন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। এদিকে তার আগে রবিবার ফোনের কথোপকথন উদ্ধার করল বিধাননগর কমিশনারেট। বিধান নগর পুলিশের দাবি, এই অভিযানে পুলিশকে আক্রমণের লক্ষ্য আন্দোলনকারীদের । সকেট বোমা ছোড়া হতে পারে। আগুন ধরিয়ে দেওয়া হতে পারে পুলিশের গাড়িতে। পুলিশকে আক্রমণ করা হতে পারে। তাই সোমবার এই এসএসসি অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর কমিশনারেট।

পুলিশের স্পষ্ট দাবি যে কথোপকথন পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে ইট পাথর এবং বোমা নিয়ে পুলিশকে আক্রমণ করবে আন্দোলনকারীদের মধ্যে থাকা দুষ্কৃতীরা। তাদের একটাই লক্ষ্য থাকবে পুলিশের ধৈর্যচ্যুতি ঘটান। যাতে পুলিশ মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠি ,গ্যাস,গুলি চালায় । এই ফোনে কথাবার্তা প্রকাশে আসতেই সতর্ক হয়েছে বিধান নগর পুলিশ কমিশনারেট। সোমবার সকাল থেকে সল্টলেকে এসএসসি ভবন সহ বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাতে কোনও ভাবেই কোন দিক থেকে কোন মিছিল এসএসসি ভবনের দিকে এগোতে না পারে। সল্টলেকের বিভিন্ন ঢোকার প্রবেশ পথ গুলিতে সকাল থেকে ব্যারিকেড করে দেওয়া হবে। সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনায় রাতে জলকামান এবং অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা রাখবে বিধান নগর পুলিশ। রবিবার এই মিছিল করা যাবে না বলে এবং কোন বৈধ অনুমতি দেওয়া হচ্ছে না বলে বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

অপরদিকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের নেতা সুমন বিশ্বাস জানিয়েছেন এইরকম তাদের কোন পরিকল্পনা নেই। অযথা মিথ্যা কিছু অডিও প্রকাশ করে তাদের আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারা সোমবার শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবেন। পুলিশের বিরুদ্ধে তাদের খুব নয়, তাদের খুব এসএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। যতদিন তাদের এই দাবি আদায় না হবে তারা মাটি কামড়ে অহিংস আন্দোলন চালিয়ে যাবেন বলে সুমন বিশ্বাস দাবি করেছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের