আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রইল তাঁর দিনভরের কর্মসূচি

Published : Sep 13, 2025, 10:08 AM IST

PM Modi Visit Bengal: আজ মহালয়ার আগেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকেই পরের দিন মোদী যাবেন বিহারে। রবিবার রাতে কলকাতাতেই থাকবেন তিনি। 

PREV
15
বঙ্গ সফরে নরেন্দ্র মোদী

আজ মহালয়ার আগেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকেই পরের দিন মোদী যাবেন বিহারে। রবিবার রাতে কলকাতাতেই থাকবেন তিনি। ঠাসা কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর পাঁচ রাজ্য সফর।

25
আজ থেকে পাঁচ রাজ্য সফর শুরু

আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ রাজ্য সফর শুরু হচ্ছে। তিনি প্রথমে যাবেন মিজোরামে। সেখান থেকে তিনি যাবেন মণিপুরে। তারপর অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন রবিবার। এখান থেকে মোদী যাবেন বিহারে। সেখান থেকেই তিনি ফিরবেন জাতীয় রাজধানী দিল্লিতে।

35
রবিবার কলকাতায় মোদী

রবিবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। ৫টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে সন্ধ্য়ে ৬টা ১০ মিনিটে রাজভবনে পৌঁছাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদী।

45
ফোর্ট উইলিয়াম দুর্গে য়াবেন মোদী

পরের দিন অর্থাৎ সোমবার ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৯টা ৩০ থেকে ১টা পর্যন্ত সেনা বাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকেই মোদী যাবেন দমদম বিমানবন্দরে। সেখান থেকেই দিল্লি ফিরে যাবেন তিনি।

55
ফোর্ট উইলিয়ামের কর্মসূচি

১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। সেটির উদ্বোধন করবেন মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় সেনাবাহিনীর তিন শীর্ষকর্তা থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিডিএস অনিল চৌহান।

Read more Photos on
click me!

Recommended Stories