কাটা মুণ্ডু কান্ডে নয়া মোড়, টানা জেরার পর জামাইবাবুকে গ্রেফতার করল পুলিশ

গল্ফগ্রিনে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় নয়া মোড়। টানা জেরার পর মহিলার জামাইবাবুকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার প্লাস্টিকে মোড়া কাটা মুন্ডু উদ্ধারের পর শনিবার মিলল বাকি দেহাংশ।

ফের খবরে কাটা মুন্ডু কাণ্ড। একের পর এক তথ্য আসছে সামনে। শুক্রবার উদ্ধার হয়েছিল প্লাস্টিকে মোড়া কাটা মুন্ডু। শনিবার মিলল আরও দেহাংশ। কলকাতা গল্ফগ্রিনের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। টানা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি সম্পর্কে মৃতার জামাইবাবু। মহিলাকে খুনের সঙ্গে তাঁর সরাসরি কী সম্পর্ক তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি খুন হয়েছে? তা খতিয়ে দেখা হচ্ছে। সামনে আসছে একের পর এক তথ্য।

শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় একটি বহুতল আবাসনের পিছনে আবর্জনার স্তূপ থেকে ওই মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছিল। প্লাস্টিকে মুড়ে রাখা ছিল সেই মাথা। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আসে পুলিশের ডগ স্কোয়াড। এরপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ নিয়ে তদন্ত শুরু হয়। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। সেই রাতেই গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপরই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। শনিবার মেলে বাকি দেহাংশ। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Latest Videos

শুক্রবার রাতেই পুলিশ সেই মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে তা প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, মহিলা দক্ষিণ ২৪ পরগণার।

এবার গ্রেফতার হল ওই মহিলার জামাইবাবু। মৃতার সঙ্গে ঠিক কী সম্পর্ক ছিল অভিযুক্তের তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। চলবে তদন্ত। এবার কাটা মুণ্ডু কান্ডে এল নয়া মোড়। টানা জেরার পর জামাইবাবুকে গ্রেফতার করল পুলিশ।

 

Share this article
click me!

Latest Videos

পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
জয়নগরের মোয়া এত টেস্টি হয় কেন? খোঁজ নিল এশিয়ানেট নিউজ বাংলা, দেখুন আমাদের প্রতিবেদন | Jaynagar Moya
এবার মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam | Bangladesh | India |
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News
ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today